Advertisement
Advertisement
অগ্নিকাণ্ড, লেক গার্ডেন্স, লর্ডসের মোড়

শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭টি দোকান

দোকানগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল না বলেই দাবি দমকল কর্মীদের৷

Massive fire broke out in the 17 shops at Lake gardens
Published by: Sayani Sen
  • Posted:April 14, 2019 8:54 am
  • Updated:April 14, 2019 10:51 am

অর্ণব আইচ: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ এবার ঘটনাস্থল লেক গার্ডেন্সের লর্ডসের মোড়৷ আগুনে পুড়ে ছাই সতেরোটি দোকান৷ দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ পয়লা বৈশাখের আগেই দোকানগুলি জতুগৃহের চেহারা নেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে ব্যবসায়ীদের৷

[ আরও পড়ুন: তারকা প্রার্থীদের প্রচারে বেরতে হবে কনভয় ছাড়াই! নির্দেশ কমিশনের]

রবিবার ভোর চারটে নাগাদ আচমকাই লর্ডসের মোড়ের একটি সোফা তৈরির দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা৷ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে৷ একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে উড়ে যায় একাধিক দোকানের টিনের চাল৷ খবর দেওয়া হয় দমকলে৷ তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় জতুগৃহের চেহারা নেয় ওই এলাকার দোকানগুলি৷ দমকলের দশটি ইঞ্জিনের প্রায় ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে এখনও ওই এলাকা ধোঁয়ায় ঢেকে রয়েছে৷ দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে৷ এছাড়াও দোকানগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল না বলেও দাবি দমকল কর্মীদের৷

Advertisement

[ আরও পড়ুন: এবার ভোটে প্রত্যন্ত এলাকায় কমিশনের মুশকিল আসান হ্যাম রেডিও অপারেটররা]

এদিকে, এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর তপন দাশগুপ্ত৷ সরেজমিনে ঘটনাস্থল খতিয়ে দেখেন তিনি৷ কাউন্সিলর বলেন, ‘‘ভোরবেলায় খবর পেয়েছি৷ তারপরই ঘটনাস্থলে ছুটে এসেছি৷ সোফা তৈরির দোকান থেকেই মূলত আগুন ছড়িয়ে পড়েছে৷ অনেকেরই দোকানের ভিতর ব্যবসার টাকা ছিল৷ তা-ও পুড়ে গিয়েছে৷ ক্ষতিগ্রস্তদের পাশে আছি৷ কীভাবে রাজ্য সরকার তাদের সাহায্য করতে পারে সে বিষয়ে কথা বলব৷ দোকানগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যে যথাযথ ছিল না, তা আমি জানি৷ দোকানদারকে বারবার বলেছি সেকথা৷ কিন্তু ওঁরা খুবই ছোট ব্যবসায়ী তাই এত টাকা খরচ করে অগ্নিনির্বাপণের বন্দোবস্ত করতে পারেননি৷’’

[ আরও পড়ুন: প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ছবি নিয়ে রাম নবমীর মিছিল, বিতর্কে রাহুল সিনহা]

চোখের সামনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আয়ের উৎস৷ কীভাবে রুটিরুজির সংস্থান হবে, সেই চিন্তায় এখন গ্রাস করেছে ব্যবসায়ীদের৷ আগুন নিয়ন্ত্রণে আসার পরই ছাইয়ের মধ্যে হাতড়ে শেষ সম্বল খোঁজার চেষ্টা করছেন তাঁরা৷ পুরকর্মীরা ওই এলাকা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন৷

ছবি: পিন্টু প্রধান

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement