Advertisement
Advertisement
Fire

খাস কলকাতায় বন্ধ ঘরে ভয়াবহ আগুন! পুড়ে মৃত্যু যুবকের

ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লেদার কমপ্লেক্স থানা এলাকার শিরিষ বাগানে।

Massive fire broke out in Kolkata , one person died

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 15, 2024 6:24 pm
  • Updated:December 15, 2024 6:24 pm  

নিরুফা খাতুন: খাস কলকাতায় বাড়িতে ভয়াবহ আগুন। পুড়ে মৃত্যু হল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লেদার কমপ্লেক্স থানা এলাকার শিরিষ বাগানে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুরজিৎ সর্দার। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার শিরিষবাগানে ভাড়া থাকতেন তিনি। রবিবার দুপুরে ঘরেই ছিলেন। শীত হওয়ার ঘরের জানলা-দরজা বন্ধ ছিল। আচমকা প্রতিবেশীরা সুরজিৎবাবুর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় ২ টি ইঞ্জিন। তবে ততক্ষণে ছড়িয়ে পড়েছে লেলিহান শিখা। দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়।

Advertisement

আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকলকর্মীরা বুঝতে পারেন ভিতরে আটকে পড়েছিলেন যুবক। তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দমকল সূত্রে খবর, ঘরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement