Advertisement
Advertisement

Breaking News

Bhawanipur Swimming Club

ভবানীপুর সুইমিং ক্লাবে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা, ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম

অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত শতাব্দী প্রাচীন ক্লাবের একাংশ।

Massive fire broke out in Bhawanipur Swimming Club । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 18, 2022 9:32 am
  • Updated:December 18, 2022 9:41 am  

নিরুফা খাতুন: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত ভবানীপুর সুইমিং ক্লাবের একাংশ। ক্ষতিগ্রস্ত জিমও। দমকলের তৎপরতায় দেড়ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে রবিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম।

৭২ নম্বর ওয়ার্ডের ভবানীপুর পদ্মপুকুর সুইমিং অ‌্যাসোসিয়েশন শতাব্দী প্রাচীন। সাঁতার প্রশিক্ষণের এই ক্লাবের ভিতরে রয়েছে টেবিল টেনিস, পোলো, জিম। শনিবার রাত ১০টা নাগাদ এই সুইমিং ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। আগুন দেখে চাঞ্চল‌্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা প্রথম আগুন নেভাতে শুরু করেন। খবর দেওয়া হয় দকমলকে। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের ভয়াবহতা দেখে তারপর আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

Fire

[আরও পড়ুন: নবান্নে শাহকে এলাহি আপ্যায়ন, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য আয়োজন ৫৬ পদের]

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভবানীপুর সুইমিং ক্লাবে যান দমকলমন্ত্রী সুজিত বসু, পাশের ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ‌্যায়। প্রত‌্যক্ষদর্শীরা জানান, প্রথমে জিমে আগুন দেখা যায়। সামান্য আগুন ছিল। ক্লাবের টিনের ছাউনির উপরে শুখনো গাছের পাতা পড়েছিল। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গাছে এবং ক্লাবের অন‌্যঘরগুলিতে। ভিতরে দাহ‌্যবস্তু থাকায় আগুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ছিল।

ক্লাবের ঠিক গায়ে পরিবার নিয়ে থাকেন ওই ক্লাবেরই কেয়ারটেকার। তড়িঘড়ি কেয়ারটেকার ও তাঁর পরিবারকে বের করে আনা হয়। দমকলমন্ত্রী বলেন, ‘‘১০টা নাগাদ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার ভয় ছিল। দ্রুততার সঙ্গে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনও হতাহত হয়নি।’’ তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগুনের কারণ জানতে রবিবার ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করবে।

Fire

[আরও পড়ুন: আবাস যোজনার তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বাবার নাম! তুমুল বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement