Advertisement
Advertisement
অগ্নিকাণ্ড, রেস্তরাঁ

ছুটির সকালে শহরে ফের অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল রেস্তরাঁ

বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল৷

Massive fire broke out in a restaurant at Kolkata, no report of casuality
Published by: Sayani Sen
  • Posted:March 31, 2019 9:02 am
  • Updated:March 31, 2019 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির সকালে ফের শহরে অগ্নিকাণ্ড৷ এবার ঘটনাস্থল শেক্সপিয়র সরণি৷ একটি বহুতলের তিন তলায় বন্ধ রেস্তরাঁ থেকে আচমকাই কালো ধোঁয়া বেরোতে দেখা যায়৷ তিনটি ইঞ্জিনের সাহায্যে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন৷ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও নিশ্চিত নন দমকলকর্মীরা৷ তবে তাঁদের প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের জেরেই বহুতলের ওই বন্ধ রেস্তরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে৷

[ আরও পড়ুন: শহরে গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, পলাতক স্বামী]

শেক্সপিয়র সরণির  এক বহুতলের তিন তলার রেস্তরাঁ বেশ কয়েকদিন ধরে বন্ধ৷ রবিবার সকালে আচমকাই ওই বন্ধ রেস্তরাঁর জানলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা৷ এই বহুতলটিতে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট রয়েছে৷ এছাড়াও রয়েছে শাড়ির দোকান এবং আরও কয়েকটি রেস্তরাঁ৷ সাতসকালে ফায়ার অ্যালার্মের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সকলেই৷ ঘুমের ঘোর কাটিয়ে কোনওক্রমে হুড়মুড়িয়ে আবাসন থেকে নিচে নেমে আসেন সকলে৷ ততক্ষণে অবশ্য কালো ধোঁয়া গ্রাস করেছে গোটা বহুতলটিকেই৷ ধোঁয়ায় অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে৷ প্রায় যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন৷ শুরু হয় আগুন নেভানোর কাজ৷ তবে এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে৷ দমকল সূত্রে খবর, দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ কালো ধোঁয়ার তীব্রতায় আগুনের উৎসস্থলেও পৌঁছানো সম্ভব হয়নি দমকলকর্মীদের৷ জানলা, দরজার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টায় মরিয়া দমকলকর্মীরা৷  প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে শেক্সপিয়র সরণির ওই বহুতলটির বন্ধ রেস্তরাঁয়৷

Advertisement

[ আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী হিসেব দাও’! নেটদুনিয়ায় ভাইরাল তৃণমূলের প্রচার ভিডিও]

এর আগেও শহরের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বহুতল কিংবা দোকানের ক্ষেত্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আদৌ ঠিকঠাক রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখার জন্য বেশ কঠোর পদক্ষেপ নিয়েছে পুরসভা৷ এরই মাঝে রবিবার সকালে আবারও শেক্সপিয়র সরণির বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা৷ বন্ধ রেস্তরাঁর অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement