Advertisement
Advertisement
ক্যানিং স্ট্রিটের বহুতলে অগ্নিকাণ্ড

দাউদাউ করে জ্বলছে ক্যানিং স্ট্রিটের বহুতল, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যায় দমকল কর্মীরা।

Massive fire broke out in a builiding of Canning Street
Published by: Sayani Sen
  • Posted:July 5, 2020 10:29 am
  • Updated:July 5, 2020 12:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রবিবার সাতসকালে ক্যানিং স্ট্রিটের (Canning Street) বহুতলে অগ্নিকাণ্ড। বহুতলের চারতলায় প্রথমে একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় প্রায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই বহুতলের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে দমকল কর্মীদের বেশ খানিকটা বেগ পেতে হয়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

ব্রাবোর্ন রোড এবং ক্যানিং স্ট্রিটের ক্রসিংয়ের কাছে অবস্থিত ওই বহুতলটি। ওই বহুতলে রয়েছে একাধিক ইমিটেশন গয়নার দোকান। তারই চতুর্থ তলে রয়েছে প্লাস্টিকের গুদাম। সেখানেই সাতসকালে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। তবে ওই বহুতলে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় প্রায় সঙ্গে সঙ্গেই গোটা বহুতলেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুনের উৎসস্থলে পৌঁছতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। কালো ধোঁয়ায় বহুতল ঢেকে যাওয়ায় আগুন নেভানো দমকল কর্মীদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘বড় দিদির মতো পাশে আছি’, বিরোধিতা ভুলে করোনা আক্রান্ত লকেটকে আশ্বাস মুখ্যমন্ত্রীর]

ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আপাতত ওই বহুতল লাগোয়া রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই বহুতলের চারপাশে প্রচুর দোকানপাট রয়েছে। তাই স্বাভাবিকভাবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রবিবার না হলে আরও বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত বলেই অনুমান স্থানীয়দের। কী কারণে ওই বহুতলে আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ওই বহুতলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা আদৌ যথাযথ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: প্রয়াত কলকাতার দুর্গোপুজোর জনপ্রিয় মৃৎশিল্পী অরুণ পাল, মণিহারা হল পটুয়াপাড়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement