ছবি: পিণ্টু প্রধান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী আগুনে ভস্মীভূত স্ট্র্যান্ড রোডের (Strand Road) রবারের গুদাম। বুধবার সকালে চলছে কুলিং প্রসেস। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার রাতে আচমকাই স্ট্র্যান্ড রোডে ওই গুদাম থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সকলের নজরে আসে আগুনের লেলিহান শিখা। রবাবের গুদাম থেকে আগুন ক্রমশই আশেপাশে ছড়িয়ে পড়তে থাকে। হতচকিত হয়ে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভানোর কাজ শুরু হয়। বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে বুধবার সকালেও ওই গুদামে কুলিং প্রসেস চলছে। প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রীর ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। কী কারণে রবারের গুদামে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও দমকল আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছে। ওই গুদামের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও আদৌ যথাযথ ব্যবস্থা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.