Advertisement
Advertisement

Breaking News

সল্টলেকের দত্তাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ ঝুপড়ি

দেখুন ভিডিও৷

Massive fire breaks out in Saltlake
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 23, 2018 11:00 am
  • Updated:December 23, 2018 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড৷ সল্টেলেকের দত্তাবাদে পুড়ে ছাই ১২টি ঝুপড়ি৷ ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন৷ শেষ খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ হতাহতের খবর নেই৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সকালে ঝুপড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে৷ তা থেকে আগুন লেগে যায়৷ খবর পেয়ে দত্তাবাদে পৌঁছেছেন দমকলমন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুজিত বসু৷

[ অনশন প্রত্যাহারের আরজি নিয়ে মাও নেতা অর্ণবের কাছে কারামন্ত্রী]

Advertisement

সদ্যই রাজ্যের দমকল দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিধায়ক সুজিত বসু৷ রবিবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড তাঁরই বিধানসভা এলাকার দত্তাবাদে৷ বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, সকালে ঝুপড়িতে গ্যাস জ্বালিয়ে রান্না হচ্ছিল৷ আচমকাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে৷ চোখের নিমেষে ঝুপড়িতে আগুন লেগে যায়৷ প্রথমে পুকুরের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারাই৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি, উলটে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন৷ কিন্তু, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কমপক্ষে ১২টি ঝুপড়ি৷ শেষ খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি৷

এদিকে দত্তাবাদে ঝুপড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুজিত বসু ও ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দমকলমন্ত্রী৷ উল্লেখ্য, মাস খানেক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাগেরবাজারে ভস্মীভূত হয়ে গিয়েছিল কমপক্ষে ১০টি ঝুপড়ি৷

দেখুন ভিডিও:

 

[ফেতাই বিপদ কাটতেই শীতকে শায়েস্তা করতে আসছে ‘এল নিনো’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement