ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: সিনেমা চলাকালীন মলে অগ্নিকাণ্ড। প্রাণভয়ে হুড়মুড়িয়ে মল ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়লেন দর্শকরা। তবে বড় কোনও অঘটন ঘটেনি। মল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময়ে ওই মলের সিনেমা হলটিতে শো চলছিল। হাজির ছিলেন প্রায় শ’তিনেক দর্শক। সকলেই নিরাপদে বের করা আনা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২ ইঞ্জিন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসতের জয়া সিটি মলে।
[শপিং মলে গৃহবধূর শ্লীলতাহানি, চাঞ্চল্য ছড়াল বহরমপুরে]
বারাসতে ৩৪ নম্বর জাতীয় সড়কের একেবারেই লাগোয়া ডাকবাংলো মোড়। শহরের অন্যতম ব্যস্ত এলাকাটি এটি। রবিরার সকালে এই ডাকবাংলো মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। আগুন লাগল জয়া সিটি মলে। চারতলা এই মলে রয়েছে একাধিক বার, রেস্তরাঁ, এমনকী সিনেমা হলও। ছুটির সকালে মলে সিনেমা দেখতে এসেছিলেন অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে দশটা নাগাদ জয়া সিটি মলের একতলার একটি রেস্তরাঁয় থেকে আগুনে ফুলকি বেরোতে দেখেন তাঁরা। চোখের নিমেষে কালোর ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকায়। ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। প্রাণভয়ে মল থেকে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময়ে জয়া সিটি মলের সিনেমা হলে শো চলছিল। হাজির ছিলেন প্রায় শ’তিনেক দর্শক। কর্তৃপক্ষের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গেই পিছনের দরজা দিয়ে দর্শকদের বের করা আনা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। তবে মলে আরও কেউ আটকে আছে কিনা , তা এখনও নিশ্চিত নয়।
[শরীর অসাড়, মায়ের কোলে চেপে পরীক্ষা দিয়েই উচ্চ মাধ্যমিকে অসামান্য ফল রোহিতের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.