সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের আগুন লাগার ঘটনা ঘটল শনিবার দুপুরে। নারকেলডাঙা মেন রোডের কাছেই কাদাপাড়ায় অবস্থিত কলকাতা জুট মিলে আগুন লাগে এদিন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন।
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে মিলের ভিতরের জিনিসপত্র। মোটা অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলেই খবর। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। তবে কাজ করেছে মূলত পাঁচটি ইঞ্জিন। জুট মিলটির পাশেই একটি পুকুর থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা খানিকটা সহজ হয়ে যায়। দমকলবাহিনী সূত্রে খবর, পাঁচটি ইঞ্জিনের মাধ্যমেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাশেই ঘনবসতি। ফলে যে কোনও মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে তেমনটা হওয়ার আগেই আগুন নেভাতে সফল দমকলকর্মীরা। কাছেই পুকুর থাকায় আগুন নেভাতে অনেকটাই সুবিধা হয়েছে বলে জানান তাঁরা। তবে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আগুনে কোনও হতাহতের কোনও খবর নেই।
নারকেলডাঙা মেন রোডে কর্মব্যস্ত দিনে এমন ঘটনা ঘটায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ জ্যামে আটকে পড়ে নাজেহাল হয়ে পড়েন অফিস যাত্রীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে খুব বেশি সময় লাগেনি। ওই এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক বলেই খবর। ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। উল্লেখ্য, চলতি মাসেই স্ট্র্যান্ড রোডের কাছে আর্মেনিয়ান ঘাটের কাছে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় ২০০টি বস্তি। বিপুল অর্থের ক্ষতি হয়েছিল স্থানীয়দের। শোকের ছায়া নেমেছিল এলাকায়। এদিন ফের আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় কাদাপাড়ায়। কেন বারবার এমন ঘটনা ঘটছে সেই নিয়েই উঠছে প্রশ্ন।
ছবি- প্রতীকী
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.