বেলগাছিয়ার মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন। নিজস্ব চিত্র।
নিরুফা খাতুন: কর্মব্যস্ত দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ড উত্তর কলকাতার বেলগাছিয়ার মিল্ক কলোনিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়দের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক।
পুলিশ সূত্রে খবর, মিল্ক কলোনির এক গোডাউনে এদিন বিকেল ৪টে নাগাদ আগুন লাগে। মূলত দুধ সরবরাহের ক্রেট, প্লাসটিক ইত্যাদি মজুত থাকে ওই কারখানায়। সেখানেই আগুন লেগে তা ধীরে ধীরে আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। দাউদাউ আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিক ভাবে দমকল বাহিনীর অনুমান, কারখানায় শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে সেখানকার লোকেদের ঠিক সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তাই এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পুলিশ এবং দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, এর আশপাশে বেশ কিছু অফিস রয়েছে। তাই আগুন আরও ছড়িয়ে পড়লে সমস্যা বাড়বে। পাশাপাশি তিনি এও বলেন, যেহেতু ওই কারখানায় প্রচুর পরিমাণ দুধের প্লাসটিক প্যাকেট মজুত ছিল, তাই আগুন নিভতে অনেকটাই সময় লাগবে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.