Advertisement
Advertisement

Breaking News

দমদম বিমানবন্দরের ভিতরে ভয়াবহ আগুন, আতঙ্কিত যাত্রীরা

সম্পূর্ণরূপে বন্ধ বিমান ওঠানামা।

Massive fire brakes out at Kolkata airport | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 14, 2023 9:36 pm
  • Updated:June 14, 2023 9:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমদম বিমানবন্দরের (Dumdum Airport) ভিতরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিমানবন্দরের ডিপার্চার টিকিট কাউন্টার সংলগ্ন ডি পোর্টালের কাছে বিধ্বংসী আগুন লেগেছে বলে খবর। ধোঁয়ায় ছেয়ে গিয়েছে বিমানবন্দরের ভিতরের বিস্তীর্ণ জায়গা।

বুধবার রাত ন’টা নাগাদ দমদম বিমানবন্দরের ডি পোর্টালের কাছে প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে গোটা বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বিমানবন্দর চত্বর পুরোপুরি বদ্ধ জায়গা হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে, সেটা দিয়েই আগুন নেভানোর কাজ শুরু করে দেন বিমানবন্দরের কর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়ন ঘিরে টানা অশান্তি, নবান্নে এসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল না নওশাদের]

আতঙ্ক বাড়তে থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ (CISF) জওয়ানরাও আগুন নেভানোর এবং ভিড় নিয়ন্ত্রণের কাজে হাত লাগান। যাত্রীদের ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। কিছুক্ষণের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা।

[আরও পড়ুন: ISF-এর ৩ প্রার্থীকে ভাঙড়ে মনোনয়নে বাধা! পুলিশকে বিশেষ নির্দেশ হাই কোর্টের]

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে এখনও আগুন লাগার সঠিক কারণ দমকলের তরফে জানানো হয়নি। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের সবরকম ব্যবস্থা রাজ্য সরকার করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement