ছবি: প্রতীকী।
অর্ণব আইচ: ভরদুপুরে বেলেঘাটার (Beleghata) জনবহুল এলাকায় বিস্ফোরণ। গুরুতর জখম ২। বিস্ফোরণের তীব্রতায় একজনের হাতের কবজি থেকে হাতের একাংশ উড়ে গিয়েছে বলে খবর। কীভাবে হল এই বিস্ফোরণ? তা জানতে তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ।
জানা গিয়েছে, বেলেঘাটার সরকারবাজারের বালির মাঠ এলাকায় একটি ফ্ল্যাট তৈরির কাজ চলছে। সোমবার দুপুরেও চলছিল কাজ। এদিন দুপুর আড়াইটে নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন, ফ্ল্যাটের জমিতে পড়ে রয়েছেন দু’জন। একজন এলাকারই বাসিন্দা তন্ময় প্রামাণিক। আরেকজনের নাম লোকনাথ। তিনি ফ্ল্যাটে কাজ করছিলেন। রক্তে ভেসে যাচ্ছিল এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বেলেঘাটা থানায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় এনআরএস হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাঁর।
কিন্তু ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, খননকার্য চলাকালীন আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাটির নিচে সম্ভবত সকেট বোমা ছিল। খননের কাজের সময় তা ফেটে যায়। তার জেরেই এই ঘটনা। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের জেরে কবজি থেকে হাতের একাংশ উড়ে গিয়েছে একজনের।
বেলেঘাটার বালির মাঠের মতো জনবহুল এলাকায় এই বিস্ফোরণের জেরে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী থেকে বিস্ফোরণ। যদি বোমা ফেটে থাকে, কীভাবে ওই এলাকায় বোমা এল, তা খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে কথা বলা হবে স্থানীয়বাসিন্দাদের সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.