Advertisement
Advertisement

Breaking News

Sealdah

রেলওয়ে ট্রাফিক সংক্রান্ত একগুচ্ছ কাজ, সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল প্রচুর লোকাল ট্রেন

একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল।

Many local trians cancelled in Sealdah division at this weekend, here is the list

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:February 14, 2025 10:29 pm
  • Updated:February 14, 2025 10:54 pm  

সুব্রত বিশ্বাস: রেলওয়ে ট্রাফিক, লেভেল ক্রসিং সংক্রান্ত একগুচ্ছ কাজ হবে শিয়ালদহ শাখায়। তার জেরে সপ্তাহান্তে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হল। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে শিয়ালদহ ডিভিশনের তরফে। শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-লালগোলা, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-রানাঘাট, নৈহাটি-ব্যান্ডেল-সহ প্রচুর ট্রেন বাতিল শনি ও রবিবার। কোনও কোনও ট্রেনে গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাউন ট্রেনগুলি বাতিল থাকবে শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার ভোর ৫টা ৪৫। আর আপ ট্রেনগুলি শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার সকাল ৮টা ৪৫ পর্যন্ত চলবে না।

শিয়ালদহ ডিভিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কৃষ্ণনগর সিটি ও লালগোলা স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক, সাবওয়ে তৈরি, লেভেল ক্রসিংয়ের কাজ চলবে। পয়েন্টের কাজ চলবে হালিশহর ও নৈহাটির মধ্যে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই কাজ হওয়ায় এই লাইনে আপ ও ডাউন বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। এই তালিকায় রয়েছে –

Advertisement
  • শিয়ালদহ-গেদে
  • শিয়ালদহ-শান্তিপুর
  • শিয়ালদহ-বনগাঁ
  • নৈহাটি-ব্যান্ডেল

রবিবার সম্পূর্ণ বাতিল –

  • শিয়ালদহ-হাবড়া (আপ ও ডাউন)
  • শিয়ালদহ-গেদে (আপ ও ডাউন)
  • শিয়ালদহ-রানাঘাট (আপ ও ডাউন)
  • শিয়ালদহ-লালগোলা (আপ ও ডাউন)
  • নৈহাটি-ব্যান্ডেল (আপ ও ডাউন)
  • নৈহাটি-রানাঘাট (আপ ও ডাউন)
  • কৃষ্ণনগর-লালগোলা (আপ ও ডাউন)
  • কৃষ্ণনগর-আজিমগঞ্জ (আপ ও ডাউন)
  • রানাঘাট-লালগোলা (আপ ও ডাউন)
  • বারাসত-বনগাঁ (আপ ও ডাউন)

এছাড়া প্রচুর ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। একগুচ্ছ ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আপ শিয়ালদহ-বনগাঁ একটি লোকাল শনিবার চলবে হাবড়া পর্যন্ত, রবিবার হাবড়া পর্যন্ত চলবে ৩টি লোকাল। অন্যদিকে, ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল বনগাঁর বদলে হাবড়া থেকে ছাড়বে। আপ ও ডাউন কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী পর্যন্ত যাবে। শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার লালগোলার বদলে চলবে রেজিনগর পর্যন্ত। আপ ও ডাউন শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি লোকাল কৃষ্ণনগরের বদলে রানাঘাট পর্যন্ত চলবে।

অন্যদিকে, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত কয়েকটি শিয়ালদহ-বনগাঁ লোকাল, বারাসত-বনগাঁ লোকাল ও লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পরে ছাড়বে কয়েকটি ট্রেন। স্টেশন থেকে সময়সূচি জানতে পারবেন যাত্রীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement