ফাইল ছবি।
সুব্রত বিশ্বাস: পুরনো বছরের শেষ ও নতুন বছরের শুরুর সময় টানা ছুটিতে বেড়াতে যাওয়ার ভিড় থাকে। আর চলতি বছর ঠিক এমন ব্যস্ত সময়েই একগাদা লোকাল ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। বহু দূরপাল্লার ট্রেনের রুটও নিয়ন্ত্রণ করা হয়েছে। দুঃসংবাদ শুনিয়ে রেলের ঘোষণা, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট চল্লিশ দিনে হাওড়া ডিভিশনে বাতিল ৬০টি ট্রেন। চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের।
রেল সূত্রে জানা গিয়েছে, ২১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়ার অদূরে নতুন বেনারস রোড ব্রিজের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। শুরুর দিন থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এরপর দ্বিতীয় দফায় ২৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দূরপাল্লার বহু ট্রেন বিভিন্ন স্টেশনে নিয়ন্ত্রণ করা হবে। বাতিল লোকালগুলি সম্পর্কে রেল জানিয়েছে, আপ ও ডাউনে ৩০টি ব্যান্ডেল লোকাল বাতিল। আপ ও ডাউনে ২২টি শেওড়াফুলি লোকাল বাতিল। চারটি করে মোট আটটি বেলুড় মঠ ও শ্রীরামপুর লোকাল বাতিল।
অন্যদিকে, ২৩ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ০৩০৫১ মেন বর্ধমান লোকাল কর্ডলাইন হয়ে চলবে। ডাউনে কুম্ভ, উপাসনা, জনসাধারণ, দ্বারভাঙা, মোকামা, আজিমগঞ্জ, গয়া, রক্সৌল এক্সপ্রেস ওই সময়ে বিভিন্ন স্টেশনে বেশ কিছুটা সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে। দূরপাল্লার ট্রেনগুলি ১০ থেকে ২৫ মিনিট পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড় করানো হতে পারে। তাতে গন্তব্যে পৌঁছতে বেশ খানিকটা দেরি হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। ফলে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.