Advertisement
Advertisement

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে কেঁপে উঠল বউবাজার, একাধিক বাড়িতে ফাটল

ধসে পড়ল চাঙর, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা৷

Many houses in Bowbazar shaken for under ground East-West Metro work
Published by: Tanujit Das
  • Posted:September 1, 2019 12:15 pm
  • Updated:September 1, 2019 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাটির নীচে কাজ চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের৷ প্রচণ্ড শব্দ করে কাজ করছে টানেল বোরিং মেশিন৷ আর তার জেরেই কলকাতা পুরসভার ৪৮ ওয়ার্ডের একাধিক বাড়িতে দেখা গেল ফাটল৷ ভেঙে পড়ল চাঙড়৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে উত্তেজনা ছড়াল বউবাজার এলাকার দুর্গা প্রিটোরিয়া লেন ও স্যাঁকরা পাড়াতে৷ ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন বাড়ির বাসিন্দারা৷ রবিবার সকালে বাড়িগুলি পরিদর্শনে গেলেন বউবাজার থানার পুলিশ, মেট্রো কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ররা৷ সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার অধিকারিক, দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও৷

[ আরও পড়ুন: রক্তমাখা রাস্তায় পড়ে যুবকের হাত-পা ভাঙা দেহ, চাঞ্চল্য গলফ গ্রিনে ]

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় প্রথমে ভূমিকম্পের মতো এলাকার বেশ কয়েকটি বাড়ি কাঁপতে শুরু করে। বাড়ির গায়ে ও মেঝেতে ফাটল ধরে যায়৷ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বাড়িগুলির বাসিন্দারা৷ তাঁরা দেখেন, রাস্তাতেও ফাটল ধরেছে৷ এরই মধ্যে এলাকার একটি তিনতলা বাড়ির দেওয়াল দেওয়াল থেকে একটি বড় চাঙর খসে পড়ে৷ এলাকাবাসীর অভিযোগ, ভূগর্ভে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকল্পের কাজের জন্যই বাড়িগুলিতে এই ফাটল ধরেছে। মেট্রো কর্তাদের জানান হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ এখানেই শেষ নয়, এভাবে বড়সড় দুর্ঘটনারও আশঙ্কা করছেন বাসিন্দারা৷ তাঁরা জানিয়েছেন, পুরনো কলকাতা হওয়ায় বাড়িগুলি একটার সঙ্গে অপরটা যুক্ত রয়েছে৷ ফলে একটা বাড়ি ধসে পড়লে, তার আশপাশের বাড়িগুলিও ধসে পড়ার সম্ভাবনা রয়েছে৷

[ আরও পড়ুন: চোখের সামনে কারগিল যুদ্ধ দেখতে চান? চলে আসুন কলকাতার এই মিউজিয়ামে ]

জানা গিয়েছে, এই ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই সেখানে যান মেট্রোর ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারা৷ তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইঞ্জিনিয়ররা জানিয়েছেন, ‘‘মেট্রোর কাজের জন্য প্রিটোরিয়া লেনের বাড়িগুলির ক্ষতির আশঙ্কা ছিল না বলেই, বাসিন্দাদের সরানো হয়নি। তবে স্যাঁকরা পাড়াতে দুর্ঘটনার আশঙ্কা থাকায়, সেখানে থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল মেট্রো কর্তপক্ষ৷’’ মেট্রোর তরফে জানান হয়েছে, পুরো বিষয়টি থকিয়ে দেখছেন তাঁরা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement