ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজনৈতিক মহলে ফের করোনার (Coronavirus) থাবা। আর তার জেরে প্রাণ গেল মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসের দায়িত্বে থাকা দীর্ঘদিনের সঙ্গী মাণিক মজুমদারের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শোকজ্ঞাপন করেছেন তিনি।
বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন মাণিক মজুমদার (Manik Majumdar)। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কোভিড টেস্ট করিয়ে জানা যায় মারণ ভাইরাস তাঁর শরীরে বাসা বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল তাঁর। করোনার ফলে সেই সমস্যা আরও বেড়ে যায়। তাই সপ্তাহখানেকের জীবনযুদ্ধের পরেও শেষরক্ষা হয়নি। শনিবার সকালে হাসপাতালেই প্রাণ হারান তিনি। সমস্ত কোভিড সতর্কতা মেনেই হবে শেষকৃত্য।
মাণিকবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে শোকজ্ঞাপন করেছেন তিনি। “মাণিকদার হাসিমুখ আর কেউ দেখতে পাবে না” বলে টুইটে আক্ষেপও করেছেন মুখ্যমন্ত্রী।
I am deeply saddened and pained to have lost a dearest colleague of over four decades, Manik (da) Majumdar. His ever-smiling face at my office in Kalighat, where he worked diligently and quietly, will be deeply missed by us all.
— Mamata Banerjee (@MamataOfficial) January 2, 2021
মাণিক মজুমদারের মৃত্যুর জেরে শনিবার তৃণমূলের (TMC) সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিন বেলা ১২টা নাগাদ জেলাস্তরে বৈঠক ছিল, তাও বাতিল করা হয়েছে। এছাড়াও প্রতিটি দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.