Advertisement
Advertisement

Breaking News

দাম্পত্য কলহ, স্ত্রী-র মাথা গ্যাস ওভেনে চেপে খুনের চেষ্টা স্বামীর

অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর অফিসার।

Man tries to torch wife in Kolkata
Published by: Shammi Ara Huda
  • Posted:October 30, 2018 9:48 am
  • Updated:October 30, 2018 12:39 pm  

অর্ণব আইচ: বিয়ের ১৮ বছর পরও স্ত্রীর উপর অত্যাচার। স্ত্রী-র মাথা গ্যাস ওভেনে চেপে ধরে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম দেবাশিস  দত্তরায়। পেশায় কেন্দ্রীয় বাহিনীর সাব ইনস্পেক্টর। খুনের চেষ্টার ঘটনার পর স্বামীর ভয়ে ওই গৃহবধূ আত্মীয়দের বাড়িতে লুকিয়ে ছিলেন। এই বিষয়ে তিনি দক্ষিণ কলকাতার গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে,  ২০০০ সালের ফেব্রুয়ারি মাসে গড়ফার বাসিন্দা অনুপা দত্তরায়ের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে চলত শারীরিক ও মানসিক অত্যাচার। বাপের বাড়ি থেকে পণের টাকা চাইতেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। কেন্দ্রীয় বাহিনীর অফিসার হওয়া সত্ত্বেও বিষয়টিতে তাঁর স্বামীর মদত ছিল বলে অভিযোগ। এমনকী,  তাঁর গয়না ও মূল্যবান জিনিস কেড়ে নেওয়া হয়। এর মধ্যে ওই দম্পতির কন্যাসন্তানও হয়। তারপরেও অত্যাচার কমেনি। গত লক্ষ্মীপুজোর দিন এই অত্যাচার চরমে ওঠে। আগে থেকেই স্বামীর সঙ্গে তাঁর বচসা চলছিল। সেদিন তিনি চা তৈরি করছিলেন। সাংসারিক গোলমাল চলার সময়ই তাঁর মুখ গ্যাস ওভেনে চেপে ধরা হয় বলে অভিযোগ। তাঁর মুখের কিছুটা অংশ পুড়ে যায়। তিনি যন্ত্রণায় চিৎকার করে ওঠেন।

Advertisement

[পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে পচা বিরিয়ানি পরিবেশন, বিক্ষোভ যাত্রীদের]

আক্রান্ত গৃহবধূ জানান,  তাঁর চিৎকার শুনে অভিযুক্ত স্বামী সাফ বলে, ‘মেরেই ফেলব। তারপর লোকজনকে বলা হবে, চা করতে গিয়ে গায়ে আগুন লেগে গিয়েছে।’ মায়ের চিৎকার শুনে তাঁদের মেয়ে ছুটে আসে। মাকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে গেলে বাবার হাতে মারও খায় সে। গৃহবধূর মতে, মেয়ের মুখ চেয়ে তিনি অত্যাচার সহ্য করেছেন। কিন্তু এবার আর সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। তখনও স্বামী তাঁকে হুমকি দিতে ছাড়েননি। স্বামীর ভয়ে প্রথমে তিনি আত্মীয়দের বাড়িতে লুকিয়ে ছিলেন। এরপর তিনি স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। স্ত্রীর অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

[তৎকাল টিকিট দুর্নীতি চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৫২ জন এজেন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement