Advertisement
Advertisement
Mamata Banerjee

ব্যবসায় লোকসান, বিবাহ বিচ্ছেদ! মুখ্যমন্ত্রীর দেখা পেতে নবান্ন সভাঘরে উঁকি যুবকের

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা। আচমকা নবান্ন সভাঘরে উঁকি দিতে দেখা যায় এক ব্যক্তিকে। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড তৈরি হয় নবান্ন চত্বরে। ইতিমধ্যেই ওই ব্যক্তিতে আটক করেছে পুলিশ।

Man tries to meet CM Mamata Banerjee, detained

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 18, 2024 7:45 pm
  • Updated:November 18, 2024 9:56 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা। আচমকা নবান্ন সভাঘরে উঁকি দিতে দেখা যায় এক ব্যক্তিকে। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড তৈরি হয় নবান্ন চত্বরে। ইতিমধ্যেই ওই ব্যক্তিতে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কনভয়ের সামনে চাকরি ও টাকার দাবিতে চিৎকার করেন ধৃত ব্যক্তি।

সোমবার নবান্নে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইসময় ওই যুবক হাতে বেশকিছু কাগজপত্র নিয়ে নবান্নর সভাঘরের সামনে ঘোরাঘুরি করতে থাকে। এমনকী উঁকিঝুঁকিও মারতে থাকে। নবান্ন সভাঘরে ঢোকার চেষ্টা করেন। বলতে থাকেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। অচেনা ও অস্বাভাবিক আচরণ করা ওই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে বছর ৩৫-এর ওই যুবকের নাম শেখ শামিরুল। তাঁর বাড়ি হাওড়ার বাঁকড়ায়। তাঁর ব্যবসায় মন্দা চলছে। তিনি এক জন কাপড়ের ব্যবসায়ী। লকডাউনের সময় থেকে তাঁর ব্যবসায় মন্দা শুরু হয়। তার পর আর লাভের মুখ দেখেননি। সাংসারিক জীবনেও অশান্তি শুরু হয়। কিছুদিন আগেই তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। শিবপুর থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশের মনে হয়েছে, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। তবে ঠিক কী উদ্দেশ্যে ওই যুবক আচমকা মুখ্যমন্ত্রীর কড়া নিরাপত্তা বলয় ভেঙে নবান্নর সভাঘরে ঢুকতে চাইলেন, তা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement