Advertisement
Advertisement

পা পিছলে কুয়োয় অসুস্থ যুবক, ৪ ঘণ্টাতেও উদ্ধারে ব্যর্থ বিপর্যয় মোকাবিলা দল

ঘটনায় চাঞ্চল্য বাঁশদ্রোণীর রিজেন্ট পার্ক এলাকায়।

Man trapperd in well, fire brigade fail to rescue the man
Published by: Bishakha Pal
  • Posted:December 27, 2019 7:22 pm
  • Updated:December 27, 2019 9:22 pm  

অর্ণব আইচ: ফিরল তামিলনাড়ু ও হরিয়ানার স্মৃতি। এবার কলকাতায় কুয়োয় পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক যুবক। অসাবধনতাবশত ৫০ ফিট কুয়োয় পড়ে যান বছর আঠাশের যুবক। তারপর কেটে গিয়েছে দীর্ঘ চার ঘণ্টা। কিন্তু এখনও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্কের সোনালি পার্ক এলাকায়। ওই যুবকের নাম সম্রাট সরকার। বয়স ২৮ বছর। পাড়ায় তিনি বাপি নামে পরিচিত ছিলেন। মৃগী ছিল তাঁর। সেই কারণেই সম্ভবত তাঁর কোনও কর্মসংস্থান ছিল না। বিয়েও করেননি তিনি। শুক্রবার কুয়োর পাশে স্নান করছিলেন বাপি। অনেকে আবার বলছেন, তিনি কুয়োর পাড়ে বাসন মাজতে বসেছিলেন। তখনই তিনি মৃগীতে আক্রান্ত হন। টাল সামলাতে না পেরে পা পিছলে কুয়োয় পড়ে যান বাপি। গোটা ব্যাপারটি বুঝতে পেরে আশপাশের মানুষ তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপর খবর দেওয়া হয় দমকলে।

Advertisement

[ আরও পড়ুন: জল জমা রাস্তায় গর্তে বাইকের চাকা, দুর্ঘটনায় মৃত্যু আরোহীর ]

ঘটনাস্থলে এখন রয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। জানা গিয়েছে, কুয়োটি প্রায় ৫০ ফিট গভীর। বাপিকে উদ্ধারের জন্য যে ডুবুরি নামানো হয়েছিল, তিনি প্রায় ৩০ ফিট পর্যন্ত নামতে পারেন। তারপরই তাঁকে উঠে আসতে হয়। অক্সিজেনের অভাব ও ঠান্ডায় তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। এখন দমকল পাম্প চালিয়ে কুয়োর জল বের করার কাজ শুরু করেছে। কিন্তু ওই যুবকের দেহ আটকে গিয়েছে কুয়োর নিচের পাঁকের মধ্যে। ফলে সেখান থেকে দেহ উদ্ধার করতে বেগ পেতে হবে বলে মনে করছেন উদ্ধারকারীরা।

ঘটনাটি ঘটে দুপুর তিনটে নাগাদ। তারপর থেকে ক্রমাগত চেষ্টা করা হচ্ছে। কিন্তু চার ঘণ্টা কেটে গেলেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। আপাতত জল তুলে তাঁর দেহের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। জামাকাপড়ের কোনও অংশও যদি দেখা যায়, তবে সেখানে আংটা লাগিয়ে যাতে তাঁকে তুলে আনা যায়, সেই চেষ্টাও করা হচ্ছে।

[ আরও পড়ুন: গেস্ট হাউসে আটকে রেখে কলেজছাত্রীর ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার সহপাঠী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement