Advertisement
Advertisement

Breaking News

Garia

ভোরের শহরে দুষ্কৃতী তাণ্ডব! অটো যেতে না চাওয়ায় বন্দুক উঁচিয়ে হুমকি যুবকের

গড়িয়া অটোস্ট্যান্ডের কাছে এই ঘটনায় গ্রেপ্তার ২, আতঙ্কিত চালকরা।

Man threatens auto driver with gun after he refused to go to destination | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 9, 2024 10:17 am
  • Updated:January 9, 2024 10:30 am  

অর্ণব আইচ  ও নিরুফা খাতুন: ভোরের কলকাতা (Kolkata)শহরে দুষ্কৃতী তাণ্ডব! অটো নির্দিষ্ট রুটের বাইরে যেতে না চাওয়ায় বন্দুক উঁচিয়ে অটোচালককে প্রাণে মেরে ফেলা হুমকি দিয়ে গ্রেপ্তার দুই যুবক। ভোর ৫ টা নাগাদ গড়িয়া (Garia) অটোস্ট্যান্ডের কাছে এই ঘটনায় আতঙ্কিত চালকরা। কারা ওই যুবক, কেনই বা আচমকা বন্দুক (Gun) দেখিয়ে অটোচালককে হুমকি দিল, সেসব এখনও অজ্ঞাত। পাটুলি থানার পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে চাইছেন তদন্তকারীরা। তবে ভোরবেলা কলকাতা শহরের বুকে এভাবে বন্দুক নিয়ে তাণ্ডবের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সময় তখন ভোর ৫টা ১০।  দুই যুবক একটি গাড়ি চড়ে গড়িয়া অটোস্ট্যান্ডের কাছে আসেন, গাড়ি সেখানেই রেখে একটি অটোর কাছে এসে সোনারপুর যেতে চান।  কিন্তু সেখান থেকে সোনারপুরের অটো ছাড়ে না। অটোচালক জানান, তিনি সোনারপুর নয়, রাজপুর পর্যন্ত যাবেন। অভিযোগ, দুই যুবক তাঁকে জোর করতে থাকেন। অটোচালকও জানান, তাঁর রুট নয়, তিনি সোনারপুর পর্যন্ত যেতে পারবেন না।

Advertisement

[আরও পড়ুন: ‘নেতা ও পুলিশের সাহায্যে পালিয়েছেন শাহজাহান’, অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ রাজ্যপালের]

এর পরই ঘটে হাড় হিম করা ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কথা কাটাকাটির মাঝেই এক যুবক পকেট থেকে রিভলভার বের করে অটোচালকের কপালে ঠেকান। বলতে চান, তাঁদের কথা না শুনলে গুলি চলবে। তা দেখে তৎক্ষণাৎ পাশে থাকা আরেক অটোচালক ছুটে এসে রিভলভারটি সরিয়ে নেন। ধরে ফেলেন ওই দুই যুবককে। ছুটে আসেন অন্যান্য  চালকরাও। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পৌঁছয় পাটুলি থানায়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।

[আরও পড়ুন: অভিষেকের এতো সম্পত্তি কোথা থেকে আসে? হলফনামা দিন: বিচারপতি গঙ্গোপাধ্যায়]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই যুবকের নাম দীপায়ন দত্ত  এবং চিরঞ্জিত কর্মকার। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। একজনের কাছ থেকে গুলি ভর্তি দেশি পিস্তল পাওয়া গিয়েছে। দীপায়ন বাঁশদ্রোণির বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজই আদালতে পেশ করা হবে দীপায়ন ও চিরঞ্জিতকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement