ছবিতে এই সেই পরিত্যক্ত কুয়ো, ছবি: অমিয় পাত্র।
অরিজিৎ গুপ্ত, হাওড়া: স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমপর্ণ করল এক যুবক। অভিযুক্তের নাম শ্যামল মাঝি। অভিযোগ, স্ত্রী কাজল মাঝির মাথায় হাতুড়ির ঘা মেরে তাঁকে খুন করেছে সে। তারপর দেহটিকে রেল কোয়ার্টারের ঝাড়ে পরিত্যক্ত কুয়োয় ফেলে দেয় শ্যামল। ঘটনাটি প্রায় ন’দিন আগের। বেশ কয়েক দিন ধরে দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়েরা। শুক্রবার সকালে আচমকাই বেলুড় থানায় গিয়ে স্ত্রীকে খুন করে কুয়োয় ফেলে দেওয়ার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার লিলুয়া রেল কোয়ার্টার এলাকায় ।
পুলিশ জানিয়েছে, রিকশাচালক শ্যামলের বাড়ি বীরভূমের নানুরে। স্ত্রী কাজলকে নিয়ে সে মাঝেমধ্যেই লিলুয়াতে থাকত। রেল কোয়ার্টার লাগোয়া এলাকাতেই তার বসবাস। সপ্তাহের দু’তিন দিন লিলুয়ায় থেকে রিকশা চালিয়ে বেশকিছু উপার্জন হলে ফের নানুরে ফিরে যেত। এভাবেই চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের বেশিরভাগ সময়েই মদ্যপ থাকতেন মাঝি দম্পতি। গত ১৯ তারিখে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর মাথায় হাতুড়ির ঘা মারে শ্যামল। ঘটনাস্থলেই কাজলদেবীর মৃত্যু হয়। তারপর খুনের ঘটনা ধামাচাপা দিতে দেহটি রেল কোয়ার্টারের পরিত্যক্ত কুয়োতে ফেলে দেয় সে। অভিযুক্তের বক্তব্য শুনে বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। টানা কয়েকঘণ্টা তল্লাশি চালানোর পর দেহটি উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শ্যামল মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পকেট থেকে কেরল যাওয়ার রেল টিকিট উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, স্ত্রীকে খুন করার ঘটনায় ধরা পড়ে যাওয়ার ভয়েই বোধহয় পালানোর ছক কষেছিল অভিযুক্ত। তবে পরে মত বদলে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে পুলিশ তল্লাশির সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৈলাস মিশ্র। তিন জানান, খুনের খবর তিনি শুনেছেন। স্থানীয় এক রিকশাওয়ালা তাঁকে এই খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে দেখেন দেহ উদ্ধারের কাজ চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.