প্রতীকী ছবি
বিধান নস্কর, বিধাননগর: ফের চোর সন্দেহে গণপিটুনি কলকাতায়! এবার ঘটনাস্থল কেষ্টপুর। রবিবার সকালে বাজারে এক ব্যক্তিকে মোবাইল চুরি করছিল বলে অভিযোগ। এরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিন সকালে কেষ্টপুর হানাপাড়া বাজারে এক ব্যক্তিকে মোবাইল চুরি করতে দেখে ফেলেন স্থানীয়রা। অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে বাজার করতে আসা এলাকাবাসী। এরপরই চলে বেধড়ক মারধর। খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ এসে মারমুখী জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে। থানায় বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ধৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, হাতেনাতে চোরকে পাকড়াও করা হয়েছে। অভিযুক্তকে কয়েকজন চড় থাপ্পর মারে। তবে বেধড়ক মারধর করা হয়নি। পুলিশ এলে যুবককে তাদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে চোর সন্দেহে পিটুনির ঘটনা ঘটে চলেছে। পুলিশ সচেতনতার প্রচার চালাচ্ছে। তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সমাজের পক্ষে যা অত্যন্ত ক্ষতিকর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.