ঘটনার জায়গা দেখাচ্ছেন প্রতিবেশীরা। নিজস্ব চিত্র
বিধান নস্কর, বিধাননগর: নৃশংস ঘটনা দক্ষিণ দমদমের প্রমোদনগরে। মদ্যপ এক ব্যক্তি বাড়ির দরজায় টাল খেয়ে পড়ে যান। শুধু তাই নয়, ওই বাড়ির মহিলার প্রতি কুনজর ছিল বলে অভিযোগ। সেসবের ‘শাস্তি’ হিসেবে দুই চোখ উপরে নিল সেই বাড়ির মালিক। সেই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পিটিয়ে মারলেন ওই গৃকর্তাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মদ্যপ ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে খবর। খাস কলকাতায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার ভোরে ওই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ৩ নম্বর ওয়ার্ডে। ওই এলাকার বাসিন্দা প্রদীপ সরকার নিয়মিত মদ্যপ থাকেন বলে খবর। শুধু তাই নয় এলাকারই এক মহিলার প্রতি তাঁর কুনজর ছিল বলেও অভিযোগ। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রদীপ সরকার মদ্যপ অবস্থাতেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেসময় গোকুল মণ্ডলের বাড়ির দরজায় তিনি ধাক্কা খেয়ে টাল খেয়ে পড়ে যান।
সেই ঘটনাতেই রেগে বেরিয়ে এসেছিলেন ওই বাড়ির মালিক গোকুল মণ্ডল। কেন তাঁর স্ত্রীর দিকে তাকানো হয়েছে, কেন বাড়ির দরজায় এসে প্রদীপ পড়লেন? সেই কথা নিয়ে শুরু হয় দুজনের তর্কাতর্কি। এরপরেই মদ্যপ প্রদীপ সরকারকে মারধর শুরু করেন গোকুল। তাঁর বুকের উপর বসে দুই চোখ উপড়ে নেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই ছটফট করতে থাকেন প্রদীপ সরকার। আর্তনাদের আওয়াজে প্রতিবেশীরা রাস্তায় নেমে আসেন। সেসময় গোকুল প্রদীপকে টেনে বাড়ির ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ঘটনা দেখে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। এরপর পালটা মারধর শুরু হয় গোকুলকে। গণপিটুনিতে অচৈতন্য হয়ে পড়েন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমদম থানার পুলিশ। গোকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর প্রদীপ সরকারও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দৃষ্টিশক্তি কতটা থাকবে? সেই সংশয়ও রয়েছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিফি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও খবর। ঘটনায় এলাকায় মানুষজন আতঙ্কিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.