Advertisement
Advertisement

এসপ্লানেডে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা।

Man jumps in front of Metro train at Esplanade, services disrupted
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 2, 2017 11:22 am
  • Updated:December 23, 2019 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আত্মহ্ত্যার চেষ্টা কলকাতা মেট্রোয়। রবিবার দুপুরে এসপ্লানেড মেট্রো স্টেশনের ঘটনা। এদিন ট্রেন স্টেশনে ঢোকার মুখে হঠাৎ করেই ট্রেনের সামনে ঝাঁপ দেয় এক ব্যক্তি। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার জেরেই সাময়িক বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তবে ওই ব্যক্তির পরিচয় বা ঠিক কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন সেটা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ওই ব্যক্তির  পোশাক দেখে বিভ্রান্তি ছড়িয়েছিল। অনেকেই ভেবেছিলেন একজন তরুণী মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছেন। পরে যদিও সেই ভুল ভাঙে।

[পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরেই ধর্ষণের শিকার প্রতিবন্ধী নাবালিকা]

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উপস্থিত যাত্রীদের মধ্যে। এদিকে, মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা। অনেকেই এই নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। দুর্ঘটনার পর সেন্ট্রাল থেকে নোয়াপাড়া এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করেছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisement

[প্রাইম মেম্বারশিপ না নিলে বন্ধ হবে Jio-র পরিষেবা?]

এদিকে এক প্রত্যক্ষদর্শীর মতে, যে মেট্রোর সামনে ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছিল সেটি একটি নন-এসি রেক ছিল। ফলে ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে আটকে থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। অনেকে আবার প্রয়োজনীয় কাজে বেরিয়েও গন্তব্যে যেতে না পারায় উষ্মা প্রকাশ করেন। এর আগেও একাধিকবার কলকাতা মেট্রোতে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাই এই ঘটনা ফের একবার মেট্রো স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। এদিকে, সন্ধ্যাবেলা মেট্রোয় ঝাঁপ দেওয়ার আরও একটি ঘটনা ঘটেছে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে।

[সাপে কাটা রোগীকে বাঁচাতে নজিরবিহীন পদক্ষেপ ভারতীয় অধ্যাপকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement