Advertisement
Advertisement

Breaking News

Metro

অফিস টাইমে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

গিরিশ পার্ক মেট্রো স্টেশনে ঝাঁপ ব্যক্তির।

Man jumps in front of Kolkata Metro rake in girish park, services halted | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 7, 2023 10:29 am
  • Updated:September 7, 2023 10:48 am  

নব্যেন্দু হাজরা: অফিস টাইমে ফের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল পরিস্থিতি গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। ওই ব্যক্তিকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। এদিকে এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত অর্থাৎ ডাউন লাইনে ব্যহত পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার আমজনতা।

অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালেও সমস্ত মেট্রো স্টেশন ছিল ভিড়ে ঠাসা। একই ছবি ছিল গিরিশ পার্কেও। সকাল ৯ টা বেজে ৫০ মিনিট নাগাদ ডাউন লাইনে আসছিল কবি সুভাষগামী মেট্রো। প্রত্যক্ষদর্শীরা কিছু বুঝে ওঠার আগেই আচমকা লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তড়িঘড়ি ব্রেক কষে মেট্রো থামিয়ে দেন মোটরম্যান। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় স্টেশনে।

Advertisement

[আরও পড়ুন: ব়্যাগিং রুখতে এবার যাদবপুর ক্যাম্পাসে AI নজরদারি! কী জানালেন উপাচার্য?]

তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। চিকিৎসা চলছে তাঁর। কী কারণে মেট্রোয় ঝাঁপ দিলেন ওই ব্যক্তি, তা এখনও স্পষ্ট নয়। এদিকে এই ঘটনার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী লাইনে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। কেউ অপেক্ষায় রয়েছেন পরিষেবা শুরুর, কেউ আবার মেট্রো স্টেশনে অপেক্ষারত। তবে আপ লাইনে স্বাভাবিক পরিষেবা।

[আরও পড়ুন: স্বাস্থ্যসাথীতে রোগী ভরতি নিলে মিলবে হাসপাতাল নির্মাণে ছাড়, নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement