Advertisement
Advertisement

Breaking News

জালনোট

তৃতীয় দফা ভোটের আগে শহরে ফের উদ্ধার জালনোট, গ্রেপ্তার ১

কলকাতায় বারবার জালনোট উদ্ধারের ঘটনা দুশ্চিন্তা বাড়াচ্ছে পুলিশের৷

Man held with Rs 2.5 lakh fake currency from Sealdah station
Published by: Sayani Sen
  • Posted:April 19, 2019 12:47 pm
  • Updated:April 19, 2019 12:47 pm  

অর্ণব আইচ: ভোটের আবহে শহরে ফের উদ্ধার প্রচুর পরিমাণ জালনোট৷ শিয়ালদহ স্টেশনের কাছ থেকেই এক অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করল এসটিএফ৷ ধৃতের কাছ প্রায় আড়াই লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূলচক্রীকে সন্ধানের চেষ্টা করছেন তদন্তকারীরা৷

[ আরও পড়ুন: বাঁশদ্রোণীতে বৃদ্ধার রহস্যমত্যু, বাড়ির সামনে থেকে উদ্ধার দেহ]

ভোটে পারদ যত চড়ছে, ততই কড়া হচ্ছে পুলিশি নিরাপত্তা৷ অথচ তার মাঝেই শহরজুড়ে প্রায়ই উদ্ধার হচ্ছে বিপুল অঙ্কের নগদ টাকা৷ আবার কখনও জালনোট৷ সপ্তাহখানেকের মধ্যেই আবারও পুলিশের জালে জালনোট পাচারকারী৷ বিপুল অঙ্কের জালনোট নিয়ে শিয়ালদহ স্টেশনে ঢোকার পরিকল্পনা রয়েছে এক ব্যক্তির গোপন সূত্রে খবর পেয়েছিল স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ সেই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার সন্ধে ৮টা ৪০ নাগাদ ওই এলাকায় হানা দেন তদন্তকারীরা৷ শিয়ালদহ স্টেশনে ঢোকার মুখেই এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং এন্টালি থানার বিশাল পুলিশবাহিনী৷ তদন্তকারীরা জানান, ধৃতের নাম সাহাবুল শেখ৷ সে মালদহের কালিয়াচকের বাসিন্দা৷ ধৃতের কাছ থেকে দু’হাজার টাকার ১২৫টি জালনোট মিলিয়ে মোট আড়াই লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ শুক্রবার আদালতে পেশ করা হবে অভিযুক্তকে৷

Advertisement

[ আরও পড়ুন: মুম্বইকে হারিয়ে দেশের সর্বোচ্চ বিল্ডিংয়ের তকমা পেল The 42]

এর আগে ধর্মতলা, এন্টালি-সহ একাধিক জায়গা থেকে জালনোট পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে কারও কাছ থেকে মিলেছে জালনোট আবারও কারও কাছ থেকে পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণ নগদ টাকা৷ ভোটের আগে বারবার জালনোট উদ্ধারের ঘটনায় চিন্তিত প্রশাসন৷ সাহাবুল শেখের কাছে কীভাবে আড়াই লক্ষ টাকার জালনোট এল, তা খতিয়ে দেখা হচ্ছে৷ জালনোটগুলি পাচারের উদ্দেশ্য ছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান আধিকারিকদের৷ সেক্ষেত্রে কার কাছে সেগুলি দেওয়ার কথা ছিল ধৃতের, তা খতিয়ে দেখা হচ্ছে৷ সাহাবুল কার মদতেই বা এ কাজ করছিল? এছাড়াও এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত, তাও ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement