Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ফেসবুকেই ফাঁদ! বিশ্বকাপের টিকিট কেটে বেকুব গোটা পাড়া

মালদহ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

Man held for online fraud, many duped in Kolkata | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 8, 2023 3:31 pm
  • Updated:November 8, 2023 3:52 pm  

অর্ণব আইচ: ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup 2023) টিকিট দেওয়ার নামে বিরাট অঙ্কের আর্থিক প্রতারণা! পাড়াশুদ্ধ লোককে বেকুব বানিয়েছিলেন ২২ বছরের যুবক।  ফেসবুকে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে প্রতারণা ফাঁদ পেতেছিলেন মালদহের যুবক। শেষরক্ষা হল না। মালদহের বৈষ্ণবনগরের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

২ নভেম্বর কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গল্ফগ্রিনের বাসিন্দা সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায়। জানান, ফেসবুরে বিশ্বকাপের টিকিটের বিজ্ঞাপন দেখে অভিযুক্ত পাইক ঘোষ ওরফে রনি ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। পাড়ার সকলে মিলে খেলা দেখার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইমতো টিকিটের জন্য ৯৪ হাজার টাকা দেন রনিকে। টাকা দিলেও টিকিট মেলেনি। এর পরই পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: শিশিরের সম্পত্তি বৃদ্ধিতে সারদা যোগ! তদন্ত চেয়ে মোদি-শাহ-ইডি-সিবিআইকে চিঠি কুণালের]

টাকা ট্রান্সফারের সূত্র ধরে মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা রনির খোঁজ মেলে। তাঁর কাছ থেকে একাধিক মোবাইল ফোনও উদ্ধার হয়। জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেন, রনি অনলাইন গেমিং-এ আসক্ত। ইতিমধ্যে ৯৪ হাজার টাকার অধিকাংশই অনলাইন গেমে উড়িয়ে দিয়েছেন। ধৃতকে কলকাতায় এনে আদালতে তোলা হয়েছে।

[আরও পড়ুন: আইএসএফের লড়াইকে ‘কুর্নিশ’ শুভেন্দুর, ডায়মন্ড হারবারে কি সত্যিই নয়া সমীকরণ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement