Advertisement
Advertisement

Breaking News

নগ্ন ছবি

যুবকের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর হুমকি, গ্রেপ্তার পুরুষ সঙ্গী

সমকামীদের সঙ্গী খোঁজার অ্যাপের মাধ্যমে আলাপ হয় তাদের।

Man held for blackmailing another man on Gay app

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 29, 2019 5:32 pm
  • Updated:August 29, 2019 8:52 pm  

অর্ণব আইচ: এ যেন উলটপুরাণ! নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিতে মহিলা নন আতঙ্কিত এক যুবক। বন্ধু খোঁজার অ্যাপের মাধ্যমে আলাপ হওয়া ওই যুবকের বিরুদ্ধে গড়িয়াহাট থানার দ্বারস্থ  প্রতারিত। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতারককে গ্রেপ্তার করেছে।

[আরও পড়ুন: নারদ কাণ্ডে তৃণমূলের ১১ জন নেতা-মন্ত্রীকে নোটিস সিবিআইয়ের]

৭ আগস্ট বিরাটির বাসিন্দা এক যুবক গড়িয়াহাট থানায় যান। পুলিশের কাছে তার বিশেষ বন্ধু মহম্মদ গোলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সে একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করে। তিনি পুলিশকে জানান, সমকামীদের সঙ্গী খুঁজে পাওয়ার অ্যাপ ‘গ্রাইন্ডার’-এর মাধ্যমে মহম্মদ গোলামের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। ওই অ্যাপের মাধ্যমে দু’জন মোবাইল নম্বর আদানপ্রদান করে। কথাবার্তা বলতে বলতেই তৈরি হয় ঘনিষ্ঠতা। দেখা করবেন বলে ঠিক করেন দু’জনে। গত ৬ আগস্ট কড়েয়া থানা এলাকার একটি গেস্ট হাউসে দু’জনে দেখা করেন। অভিযোগ, শারীরিক সম্পর্ক তৈরির আগে গোলাম ওই যুবকের নগ্ন ছবি তোলে। গোলাম তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। ওই যুবকের আরও অভিযোগ, গোলাম তাঁর ডেবিট কার্ড কেড়ে নেয়। জোর করে কার্ডের পিন জেনে অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা সে তুলে নেয়।

Advertisement

[আরও পড়ুন: মামা-পিসির সাহায্যে প্রমাণ লোপাটের চেষ্টা রাঘিবের, জাগুয়ার দুর্ঘটনা কাণ্ডে নয়া মোড়]

ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গোলামের মোবাইল নম্বর সংগ্রহ করে পুলিশ। তার সূত্র ধরে তদন্তও শুরু হয়। পুলিশ জানতে পারে অ্যাপে দেওয়া গোলামের সব তথ্যই নকল। অভিযুক্ত গোলাম আদতে একটি অ্যাপ ক্যাব সংস্থায় চালকের চাকরি করে। মোবাইল নম্বরের সূত্র ধরে তিলজলার শিবতলা লেন থেকে তার খোঁজ পায় পুলিশ। বুধবার রাতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ডিসি (দক্ষিণ-পূর্ব) অজয় প্রসাদ বলেন, ‘‘ওই অ্যাপ ক্যাব চালক ছাড়াও প্রতারণা চক্রে অনেকেই রয়েছে। পরিকল্পনা করে মানুষকে ফাঁদে ফেলে হুমকি দিচ্ছিল ওই যুবক। বাকিদের পাকড়াও করার চেষ্টা চলছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement