ছবি: প্রতীকী
গোবিন্দ রায়: ওয়েব সিরিজের নামে পর্ন ছবির শুটিং করানোর কেলেঙ্কারিতে যখন শহর তোলপাড়, তখনই সিনেমাতে সুযোগ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বছর একুশের এক তরুণীকে বাণিজ্য নগরী মুম্বইতে পাচারের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় পরিস্থিতি বুঝতে পেরে পাচারের এক মাস পর যখন তরুণী উদ্ধার হয়ে ফিরে আসে গ্রামে তখনও তার অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত যুবক হামার মোল্লাকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতকে শনিবার বসিরহাট আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাবা নেই। পরিবারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সিনেমাতে সুযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল প্রতিবেশী বন্ধু হামার মোল্লা। কিন্তু বন্ধু যে পাচারকারী, তা ঘুণাক্ষরেও টের পাননি তরুণী। তাই পরিবারের লোকেদের নজর এড়িয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে তার হাত ধরেই পাড়ি দেয় মুম্বইয়ের উদ্দেশ্যে। সেখানে একটি বার ড্যান্সার হিসেবে কাজ দেয় তাকে। শুধু তাই নয় মাদক খাইয়ে একাধিক অশ্লীল ছবি মোবাইল বন্দি করে অভিযুক্ত যুবক। পাচারের ঘটনায় এক মাস পর যখন তরুণী গ্রামে ফিরে আসে। তা দেখতেই চক্ষুচড়ক গাছ যুবকের। তখনই সেই অশ্লীল ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে অভিযুক্ত যুবক। প্রথম ৩ মাস একটু ভয়েই চুপ করেছিলেন তরুণী। পরে বাধ্য হন পরিবারকে সবটা জানাতে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.