Advertisement
Advertisement

Breaking News

‘লাকি’ টিকিটই ফেরাল ব্যাগ! সোশাল মিডিয়ায় পোস্ট যুবকের, ব্যাপারটা কী?

কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ওই যুবক।

Man found his bag through 'lucky' ticket | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 10, 2023 8:22 pm
  • Updated:December 10, 2023 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ টাকা দিয়ে কাটা টিকিট বাঁচাল বড় বিপদ থেকে। বাসে ফেলে যাওয়া জিনিস ফিরিয়ে দিল টিকিট। নিজেই কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় লাকি টিকিটের গল্প তুলে ধরলেন যুবক।

ব্যাপারটা কী? যুবকের নাম রাজু বসাক। হাওড়ার বেলেপোল স্টপেজ থেকে ধুলাগড়-শিয়ালদহগামী বাসে ওঠেন ওই যুবক। অন্যান্যদিনের মতোই এদিনও টিকিট কাটেন তিনি। প্রতিদিন টিকিটটি ফেলে দেন ওই যুবক। ঘটনাচক্রে রবিবার টিকিটটি পকেটে রেখে দেন। নির্দিষ্ট স্টপেজে বাস থেকে নামার পর মনে পড়ে ব্যাগ রয়ে গিয়েছে বাসেই। ওই ব্যাগেই ছিল যাবতীয় সার্টিফিকেট। কীভাবে ফেরত পাওয়া যাবে, তা নিয়ে ভাবতে থাকেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘মেয়ে ভালো হচ্ছে না’, বীরবাহা হাঁসদার পা জড়িয়ে ধরলেন বাবা, আশ্বস্ত করলেন মন্ত্রী]

সেই সময় মনে পড়ে টিকিটের কথা। তড়িঘড়ি সাউথ ট্রাফিক গার্ডের কন্ট্রোল রুমে গিয়ে টিকিটটি দেখান তিনি। পুলিশের তরফে সঙ্গে সঙ্গে ওই বাসের কন্ডাক্টরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়। ব্যস, কেল্লাফতে! কয়েক ঘণ্টার মধ্যেই হাতে হারানো ব্যাগ। এর পরই ফেসবুক পোস্টে গোটা বিষয়টা জানান রাজু। তাঁর কাছে, এই টিকিট, “লাকি টিকিট।” যা যোগ্যতা খুঁজে পাওয়ার চাবিকাঠি।

 

[আরও পড়ুন: কলকাতার বস্‌তিতে মহিলার রহস্যমৃত্যু, উদ্ধার কম্বলে মোড়া দেহ! নেপথ্যে দাম্পত্য কলহ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement