ফাইল ছবি।
সুব্রত বিশ্বাস: ফাঁকা ট্রেনের কামরায় ঝুলছে ব্যক্তির দেহ! ঝুলন্ত দেহ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল সাঁতরাগাছিতে। জানা গিয়েছে, ডাউন মুম্বই মেলের কামরার শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার হাওড়া স্টেশনে আসে মুম্বই মেল। সেখান থেকে ট্রেনটি সাফাইয়ের জন্য নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছির ইয়ার্ডে। তখনই রেলকর্মীদের নজরে আসে ঝুলন্ত দেহটি।
মঙ্গলবার দুপুরে হাওড়া স্টেশনে এসে পৌঁছয় মুম্বই মেল। যাত্রীরা নেমে যাওয়ার পরে খালি ট্রেনটি নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছিতে। ইয়ার্ডে গিয়ে সাফাই করার সময়ে দেখা যায়, অসংরক্ষিত কামরার দরজা বন্ধ রয়েছে। তারপরে আরপিএফকে জানালে তারাই দরজা ভেঙে শৌচাগারে ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে অনুমান, ট্রেনের শৌচাগারে গিয়ে ওই ব্যক্তি সম্ভবত আত্মহত্যা করেছেন। গামছার ফাঁস দিয়ে সম্ভবত আত্মহত্যা করেছেন। তাঁর কাছে ট্রেনের টিকিটও ছিল না। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা ট্রেনের অন্যান্য যাত্রীরা টের পেলেন না? শৌচাগারে ঝুলতে থাকা দেহটি কী কারোওর নজরে পড়েনি? মুম্বই মেলে দীর্ঘ সময় ধরে যাত্রীরা শৌচাগারে যাবেন না, এমনটা ধরে নেওয়া অবাস্তব। প্রশ্ন উঠছে, তাহলে কি সাঁতরাগাছি পৌঁছনোর আগেই এমনটা ঘটেছে? যদিও পুলিশের অনুমান, চলন্ত ট্রেনেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃত্যুর কারণ জানতে আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.