Advertisement
Advertisement

Breaking News

লোকাল ট্রেনের ধাক্কায় পা গেল যাত্রীর, শোরগোল যাদবপুরে

এদিকে, হাওড়া ব্রিজের রেলিং ধরে এক যুবক ঝুলে পড়ায় ছড়াল চাঞ্চল্য৷

Man falls from train
Published by: Sayani Sen
  • Posted:January 4, 2019 7:14 pm
  • Updated:January 4, 2019 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা৷ লাইনে পড়ে গেলেন এক যাত্রী৷ তাঁর পায়ের উপর দিয়ে চলে যায় লোকাল ট্রেন৷ পা বাদ গিয়েছে ওই ব্যক্তির৷ শুক্রবার বিকেলে দক্ষিণ শহরতলিতে যখন ট্রেন দুর্ঘটনায় শোরগোল, তখন হাওড়া ব্রিজে আরেক কাণ্ড৷ মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে পড়ে ব্রিজের রেলিংয়ে৷ পৃথক এই দুই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক যানজট তৈরি হয়৷ ভোগান্তির শিকার হন পথচলতিরা৷  

[মমতাকে কুম্ভে আমন্ত্রণ জানাতে রাজ্যে যোগীর দূত]

ঘড়ির কাঁটায় তখন প্রায় পাঁচটা বেজে গিয়েছে৷ অফিস থেকে বাড়ি ফিরতে ব্যস্ত অনেকেই৷ বাড়ি ফিরবেন বলে ব্যস্ততা প্রত্যেকের চোখেমুখে৷ শহরের বিভিন্ন প্রান্তের মতো যাদবপুর স্টেশনেও তখন যাত্রীদের ভিড়ে ভরপুর৷ স্টেশনে ঢুকল লোকাল ট্রেন৷ বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠতে তাড়াহুড়ো করতে থাকেন যাত্রীরা৷ অরুণ দেবনাথ নামে এক অফিসযাত্রী ছিলেন তাঁদের তালিকায়৷ তিনিও লোকাল ট্রেনে উঠবেন বলে ব্যস্ত হয়ে পড়েন৷ কিন্তু অন্যান্য যাত্রীদের ভিড়ে ট্রেনে উঠতে পারেননি তিনি৷ ট্রেনের হাতল ফসকে আচমকাই লাইনে পড়ে যান ওই ব্যক্তি৷ যাত্রীরাও চিৎকার জুড়ে দেন৷ কিন্তু সেই শব্দ চালকের কানে পৌঁছানোর আগেই ট্রেন চলতে শুরু করে৷ অরুণ দেবনাথের পায়ের উপর দিয়ে চলে যায় লোকাল ট্রেন৷ স্টেশনে উপস্থিত যাত্রীরাই জখম ওই ব্যক্তিকে উদ্ধার করেন রেলকর্মীরা৷ তড়িঘড়ি এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর৷ চিকিৎসক জানান, প্রাণে বেঁচে গেলেও একটি পা বাদ গিয়েছে অরুণ দেবনাথের৷ এদিকে, এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় দক্ষিণ শাখায়৷ অফিস থেকে বাড়ি ফেরার ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা৷

Advertisement

[নারকেলডাঙায় লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ৪]

শুক্রবার বিকেলে দক্ষিণ শহরতলিতে যখন ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির পা বাদ যাওয়ার ঘটনায় শোরগোল পড়েছে, তখন হাওড়া ব্রিজে আরেক কাণ্ড৷ এদিন হাওড়া ব্রিজের রেলিং ঝুলতে দেখা যায় এক যুবককে৷ তাকে ওই অবস্থায় দেখে নিরাপত্তারক্ষীরা জড়ো হয়ে যান৷ পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে৷ পুলিশসূত্রে খবর, ওই যুবক মানসিক ভারসাম্যহীন৷ বিভিন্ন সময়ে সে নিজের বিভিন্ন নাম বলছে৷ তবে কেন সে আচমকা রেলিং টপকাল, তা এখনও জানতে পারেনি পুলিশ৷ আপাতত ওই যুবককে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে৷ এই ঘটনার জেরে হাওড়া ব্রিজে তৈরি হয় যানজট৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement