Advertisement
Advertisement

Breaking News

SSKM Hospital

আসাধ্য সাধন সরকারি হাসপাতালে! রক্তের গ্রুপ না মিললেও স্বামীর কিডনিতে নতুন জীবন স্ত্রীর

এসএসকেএমের নেফ্রোলজি, ইউরোলজি বিভাগের চিকিৎসকদের কামাল।

Man donates kidney to wife, SSKM Hospital conducts successful transplant | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 20, 2024 2:35 pm
  • Updated:January 20, 2024 2:35 pm  

স্টাফ রিপোর্টার: আত্মিক যোগ থাকলেও রক্তের সম্পর্ক তো নেই। তাই নিজের কিডনি স্ত্রীকে দান করলে আদৌ বাঁচবে তো? এমন প্রশ্ন ছিলই। কিন্তু প্রথাগত সেই ধারণাকে উড়িয়ে দিয়ে রক্তের গ্রুপ না মিললেও ২ জানুয়ারি স্ত্রীকে কিডনি দান করেছেন স্বামী। নতুন বছরের উপহার পেয়েছেন স্বামীর থেকেই। শুক্রবার স্বামীর সঙ্গেই বাড়ি ফিরেছেন ওই গৃহবধূ। ঘটনার সাক্ষী রইল এসএসকেএমের নেফ্রোলজি-ইউরোলজি বিভাগের চিকিৎসকরা।

নিয়ম অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের আগে দাতা-গ্রহীতার রক্তের গ্রুপ এক থাকতে হয়। এটাই দস্তুর। নয়তো নতুন শরীরে কিডনি কাজই করতে পারে না। প্রতিস্থাপনের পর রোগীর মৃত্যুও হতে পারে। কিন্তু ২ জানুয়ারি বর্ধমানের ওই গৃহবধূর ‘এ-পজিটিভ’ ব্লাড গ্রুপের। উলটো দিকে দাতা স্বামীর ‘বি-পজিটিভ’ ব্লাড গ্রুপের। এমন অসম রক্তের গ্রুপের ক্ষেত্রে চিকিৎসকরা ঝুঁকি নিয়ে ‘এবিও ইনকম্পিটেবল’ পদ্ধতিতে গ্রহীতার রক্তের অ‌্যান্টিবডি কতটা সহ‌্য করতে পারবে তা দিনের পর দিন পরীক্ষা করে দেখতে হয়। টানা চার বছর ধরে ডায়ালিসিস নিতে হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ওর অহংবোধ বড্ড বেশি’, কোহলি সম্পর্কে এমন মন্তব্য কেন করলেন ইংল্যান্ডের তারকা?]

বেসরকারি হাসপাতালে এই পদ্ধতিতে চিকিৎসা করতে গেলে বাড়ি বিক্রি করতে হত। স্ত্রীর জীবন বাঁচাতে তেমনটাও ভেবেছিলেন। কিন্তু রাজ্যের মধ্যে এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগ এই কাজটাই করেছে টানা দু’মাস ধরে। পুরোটাই নিখরচায় হয়েছে। একটা সময় টাইটার ভ‌্যালুর অনুপাত ১:১৬-তে আনা হয়। ডা.অধ‌্যাপক অতনু পালের কথায়, “বেসরকারি হাসপাতালে উন্নত মানের যন্ত্র আছে। উন্নত মানের পরীক্ষা-ঝুঁকি নেওয়া সম্ভব। তবে সেই বিদ‌্যা সরকারি হাসপাতালের সীমিত পরিকাঠামোর মধ্যে করা হয়েছে। এই কৃতিত্ব গোটা হাসপাতালের।”

এসএসকেএম সূত্রে খবর, নেফ্রোলজি-ইউরোলজি, কার্ডিও ভাসকুলার বিভাগের একজন করে বিশেষজ্ঞ ছিলেন। সঙ্গে ছিলেন নেফ্রোলজি বিভাগের ৩০ জন পিজিটি তরুণ চিকিৎসক। কিডনি প্রতিস্থাপন হয়েছে উডবার্ন ব্লকে। তবে হাসপাতাল থেকে ছুটি পেলেও আপাতত শহরেই থাকতে হবে। মাঝেমধ্যে চেকআপ করাতে হবে হাসপাতালে এসে।

[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement