সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে, কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ (Talk to Mayor) অনুষ্ঠান কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে। কিছুদিন আগেই এক নাগরিকের অভিযোগ শুনে মেজাজ হারিয়ে ছিলেন ফিরহাদ হাকিম। আর আজ, শনিবার যা হল, তার জন্য মনে হয় একেবারেই প্রস্তুত ছিলেন না মহানাগরিক। এমন অভিযোগও শুনতে হবে হয়তো ভাবতে পারেননি ফিরহাদ। কাউন্সিলরের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন এক বাসিন্দা, যিনি কিনা এদিন মেয়রের পাশেই বসেছিলেন। গোটা ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েন মেয়র।
এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করেন ৫২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। তাঁর অভিযোগ, বাড়িতে লোকজন পাঠিয়ে ভয় দেখাচ্ছেন কাউন্সিলর সন্দীপন সাহা। যখন ফোনে এই অভিযোগ করছেন ওই ব্যক্তি, তখন মেয়রের পাশেই বসে কাউন্সিলর। একরাশ বিরক্তি নিয়ে অভিযোগ শুনে মেয়রের পরামর্শ, ‘আপনি নিউ মার্কেট থানায় অভিযোগ করুন। আইনি ব্যবস্থা নিন।’ যদিও পরে কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে মেয়রের বক্তব্য, ‘ওই বাড়ি মালিক যে অভিযোগ করছেন তা ঠিক নয়। বহু বছর ধরে ওই বাড়িতে ভাড়া রয়েছেন অনেকে। ভাড়াটিয়াদের তুলে দেওয়ার চেষ্টা করছেন বাড়ির মালিক। সেই সমস্যা নিয়েই ভাড়াটিয়ারা কাউন্সিলরের কাছে অভিযোগ করেন। সন্দীপন সাহা ভাড়াটিয়াদের হয়ে সওয়াল করেছিলেন। তাঁদের আইনি ব্যবস্থা নিতে সাহায্য করছেন।’
ফিরহাদ আরও বলেছেন, ‘আদালতও নির্দেশ দিয়েছে ভাড়াটিয়াদের পক্ষে। কাউন্সিলর সাহায্য করেছেন মাত্র। সেই সাহায্যকে যদি কেউ লোক পাঠিয়ে ভয় দেখানো বলে, তাহলে কিছু বলার নেই। আইনের উর্ধ্বে তো কেউ নয়!’ কাউন্সিলরেরও সাফাই, ‘ওই ব্যক্তি যে অভিযোগ করছেন তার কোনও ভিত্তি নেই। ভাড়াটিয়াদের পাশে দাঁড়িয়েছি মাত্র। লোক পাঠিয়ে ভয় দেখানোর কোনও প্রশ্নই নেই।’ তবে অভিযোগ-পালটা অভিযোগের পরেও এদিনের ‘টক টু মেয়র’ অনুষ্ঠান বেশ জমে ওঠে এমন ঘটনায়। নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছেন মেয়র। কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি পাশেই বসে, এমনটা বেনজির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.