Advertisement
Advertisement

Breaking News

ভরদুপুরে শহরের রাস্তায় খুন ব্যক্তি, চাঞ্চল্য মেটিয়াবুরুজে

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man brutally murdered in city
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 8, 2018 7:06 pm
  • Updated:December 8, 2018 7:10 pm  

অর্ণব আইচ: প্রতিবাদের মাশুল। ভরদুপুরে শহরের রাস্তায় চপারের কোপে খুন এক ব্যক্তি। চাঞ্চল্য মেটিয়াবুরুজে। ঘটনার পর অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[ ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গন্ডগোল, রণক্ষেত্র মুচিবাজার]

Advertisement

মৃতের নাম মহম্মদ ইসামূল হক ওরফে চুন্না। মেটিয়াবুরুজের শানপুকুর লেনের বাসিন্দা তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুর তিনটে নাগাদ বাড়ি ফিরছিলেন চুন্না। তখন রাস্তার পাশেই একটি বাচ্চা ছেলেকে মারধর করছিল কালাম নামে এক যুবক। একটি বাচ্চাকে এভাবে মারধরের প্রতিবাদ করেছিলেন চুন্না। আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠে কালাম। ঘটনাস্থলের কাছেই কালামের দাদার মাংসের দোকান। স্থানীয় বাসিন্দাদের দাবি, দাদার দোকান থেকে একটি চপার এনে চু্ন্নাকে এলোপাথারি কোপাতে শুরু করে কালাম। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি যখন মাটিতে লুটিয়ে পড়েন, তখন চপার দিয়ে তাঁর নলি কেটে দেয় কালাম। চুন্নার শরীর থেকে মাথার অনেকটা অংশ আলাদা হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মহম্মদ ইসামূল হক ওরফে চুন্না।

এদিকে চোখের সামনে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শেষপর্যন্ত অভিযুক্ত কালামকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই মস্তানি করত কালাম। কারণে-অকারণে লোকজনের উপর অত্যাচার চালাত সে। ওই যুবককে গ্রেপ্তার করেছে রাজাবাগান থানার পুলিশ। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

[ আত্মহত্যার পড়াশোনা করে আত্মঘাতী ছাত্র, ল্যাপটপ খুলতেই অবাক তদন্তকারীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement