Advertisement
Advertisement

স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করতে গিয়ে গণপিটুনির শিকার ব্যক্তি!

ঘটনাটি নিয়ে থানায় দায়ের হযেছে অভিযোগ।

Man beaten for second marriage
Published by: Bishakha Pal
  • Posted:December 12, 2018 9:32 am
  • Updated:December 12, 2018 9:32 am  

অর্ণব আইচ: “চুরি-ডাকাতি করিনি। কোনও অপরাধও করিনি। শুধু দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েছিলাম। তাতেই বেদম পেটাল ওরা।”

শরীরে মারধরের চিহ্ন। চেহারা উশকো খুশকো। চোখে জল নিয়ে গার্ডেনরিচ থানায় যুবক। কাঁদো কাঁদো গলায় পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ, তাঁকে গণধোলাই দেওয়া হয়েছে। যদিও পুলিশের কাছে অকপটে এ-ও স্বীকার করেন, বিহারে তাঁর এক বউ রয়েছে। কলকাতায় বড় একা লাগে। তাই আরেকটা বিয়ের চেষ্টা করেছিলেন। আর তাতেই জুটল গণধোলাই। কেন তাঁকে মার খেতে হবে? এতেই তাঁর আপত্তি। তাই গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন শাহরুখ নামে ওই যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা শুরু করেছে। এর আগে একাধিক বিয়ে করার অভিযোগে পাত্রর বিরুদ্ধে কনের বাড়ির লোকেরা অভিযোগ দায়ের করেছেন। কখনও মারধরও খেতে হয়েছে পাত্রকে। কিন্তু লজ্জায় পাত্র আর পুলিশের কাছে যাননি। এবার উলটো দৃশ্য দেখল কলকাতা। দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁর লাজলজ্জা নেই। বরং কেন তাঁকে মার খেতে হল, সেই প্রশ্ন তুলেই পুলিশের দ্বারস্থ ওই পাত্র।

Advertisement

পুলিশ জানিয়েছে, শাহরুখ নামে ওই পাত্রর আসল বাড়ি বিহারের ভাগলপুর জেলার তাতারপুর থানা এলাকায়। সেখানে রয়েছে তাঁর ভরা সংসার। পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন যে, তাঁর স্ত্রীর নাম আমরিন। তিনি থাকেন ভাগলপুরে। কাজের সূত্রে বছর কয়েক আগে কলকাতায় আসেন শাহরুখ। টাকা রোজগারের রাস্তা পেয়ে গেলেও সঙ্গিনীর অভাব মানতে বড় কষ্ট হত যুবকের। মাঝেমধ্যে স্ত্রীর সঙ্গে কথা হত। এই পর্যন্তই। কলকাতায় একা থাকতে আর ইচ্ছা করত না। তাই মাস কয়েক আগে হঠাৎই শাহরুখ সিদ্ধান্ত নিয়ে ফেলেন, একাকীত্ব কাটাতে এবার কলকাতায় একটা বিয়ে করতেই হবে। দেশে থাক এক বউ। কলকাতায় অন্য বউ। দুই বউয়ের মধে্য মুখ দেখাদেখি না হলেই হল।

রাজস্থান-ছত্তিশগড়ের জয়োচ্ছ্বাস প্রদেশ ভবনেও, বুধবার রাজ্যে বিজয় সমাবেশ  ]

সম্প্রতি গার্ডেনরিচের এক যুবতীকে পছন্দ হয় শাহরুখের। ধীরে ধীরে যুবতীর সঙ্গে আলাপ। তার পর তাঁর পরিবারের লোকেদের সঙ্গে। শেষে বিয়ের প্রস্তাবই দেন শাহরুখ। যদিও এই বিয়ে যে দ্বিতীয়, তা কনেপক্ষকে একবারও জানাননি শাহরুখ। তাই কনেপক্ষের দিক থেকেও আপত্তি আসেনি। গার্ডেনরিচের বিচালিঘাটের কাছে শীতের সন্ধ্যায় বসেছে বিয়ের আসর। সেজেগুজে পাত্র তাঁর গুটিকতক বন্ধুকে নিয়ে পৌঁছেছেন বিয়ের আসরে। কিন্তু পাত্র জানতেন না যে, বিয়ের দিন ধার্য হওয়ার পর থেকে তাঁর বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন পাত্রীর বাড়ির লোকেরা। আর খোঁজখবর নিতে গিয়েই তাঁরা জেনে অবাক হন যে, পাত্র বিবাহিত। তাঁরা পাত্রকে এই বিষয়ে কিছুই বলেননি। বিয়ের দিন পাত্রীর বাড়ি পৌঁছনোর পর মিষ্টি দিয়ে অ্যাপ্যায়নের বদলে জুটতে শুরু করল মার। শাহরুখের অভিযোগ, তাঁকে চড়, কিল, ঘুসি মেরে পাত্রপক্ষের লোকেরা বলেন, প্রথম বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে আসার কারণে এই গণধোলাই। তিনি প্রতিবাদ করে ওঠেন। তার জন্য তাঁকে লাঠি দিয়েও বেদম মারা হয় বলে অভিযোগ শাহরুখের। যদিও তাঁর অভিযোগ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। তাই তদন্ত শুরু করে যাঁরা গণপিটুনি দিয়েছেন, তাঁদের শনাক্ত করা হচ্ছে বলা জানিয়েছে পুলিশ।

নির্বাচনে ভরাডুবি! পশ্চিমবঙ্গ সফর বাতিল প্রধানমন্ত্রীর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement