Advertisement
Advertisement

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ, প্রহৃত ক্যানসার আক্রান্ত প্রৌঢ়

রিজেন্ট পার্কে চাঞ্চল্য।

Man attacked during idol immersion

ছবি: প্রতীকী

Published by: Shammi Ara Huda
  • Posted:November 10, 2018 1:08 pm
  • Updated:November 10, 2018 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসর্জনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় ক্যানসার আক্রান্তকে বেধড়ক মারধরের অভিযোগ। শুক্রবার রাত এগারোটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। তারস্বরে মাইক বাজানোর পাশাপাশি শব্দবাজি ফাটাতে ফাটাতে কালীপুজোর বিসর্জনে যাচ্ছিল একদল যুবক। রিজেন্ট পার্ক থানার ওই বাড়ির সামনে দাঁড়িয়েই চলছিল নাচগান। সেই সময় বাড়ি থেকে এক গৃহবধূ বেরিয়ে এসে শব্দবাজি ফাটাতে নিষেধ করেন। সেই সঙ্গে সাউন্ড বক্স কমাতেও বলেন। অভিযোগ, এরপরেই তাঁদের উপরে চড়াও হয় মদ্যপ যুবকের দল। মারধরের পর ফের হামলার হুমকি দিয়ে এলাকা ছাড়ে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, মদ্যপ যুবকদের সাউন্ড বক্স কমানোর কথা বলতেই ওই গৃহবধূর উপরে তারা ঝাঁপিয়ে পড়ে। জোর করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। উঠোনে দাঁড়িয়ে ছিলেন ৫১ বছরের ক্যানসার আক্রান্ত প্রৌঢ়। মদ্যপ যুবকের দল ওই প্রৌঢ়কে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তারপর লাথি মারে তাঁকে। আক্রান্তকে বাঁচাতে এসে মদ্যপদের হাতে প্রহৃত হন পরিবারের এক অশীতিপর বৃদ্ধ। হামলাকারী যুবকরা ওই গৃহবধূকেও বাদ দেয়নি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। সাহায্যকারী প্রতিবেশীদের উপরেও হামলা চালায় মদ্যপ যুবকের দল। তারপর সম্মিলিত প্রতিবাদে মারধর বন্ধ হলেও ফের হামলার হুমকি দিয়ে যায় অভিযুক্তরা। এরপরেই রিজেন্ট পার্ক থানায় ফোন করে হামলার কথা জানানো হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তও শুরু হয়েছে। তবে সকাল পর্যন্ত অভিযুক্ত যুবকদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

[ট্রেনের তলায় কর্মরত গার্ডকে নিয়েই ছুটল রেলগাড়ি! তারপর…]

এদিকে ফের হামলার হুমকিতে রীতিমতো আতঙ্কে রয়েছে আক্রান্ত পরিবারটি। হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন ক্যানসার আক্রান্ত প্রৌঢ়। তাঁর দেহের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। অশীতিপর বৃদ্ধও আহত হয়েছেন। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ, বিসর্জনের সময় ঘটনাস্থলে কোনও পুলিশ ছিল না। হামলার খবর পেয়ে পুলিশ আসে। শহরের বুকে বিসর্জনকে ঘিরে শব্দবাজির সঙ্গে তারস্বরে চলল সাউন্ড বক্স। পুলিশ টেরই পেল না। এই ঘটনায় পুলিশি গাফিলতিরও অভিযোগ উঠেছে। চাঞ্চল্য ছড়িয়েছে রিজেন্ট পার্কে।

[যাদবপুরে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক, চালু মেডিক্যাল ক্যাম্প]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement