Advertisement
Advertisement
Man arrested Dakshindari molestation case

খাস কলকাতায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়েই তরুণীকে যৌনতার প্রস্তাব! পুলিশের জালে অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন তরুণী।

Man arrested in Dakshindari molestation case ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 1, 2020 9:17 am
  • Updated:October 1, 2020 9:20 am  

কলহার মুখোপাধ্যায়: দক্ষিণদাঁড়িতে মদ্যপের হাতে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির (Molestation) ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শ্লীলতাহানির শিকার ওই মহিলা অভিযুক্ত ব্যক্তির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন। ঘটনার সময় ওই ব্যক্তি বলেছিল সে কালীঘাটের বাসিন্দা। সেই সূত্র ধরেই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ।

ঠিক কী ঘটেছিল তরুণীর সঙ্গে? গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে আটটা নাগাদ ওই তরুণী দমদম থেকে ৪৫ নম্বর বাসে চড়েন। তবে ওঠার পর তিনি জানতে পারেন বাসটি গাঙ্গুলিবাগান পর্যন্ত যাবে না। তাই মাঝপথে দক্ষিণদাঁড়ি  (Dakshindari) বাসস্ট্যান্ডে নেমে পড়েন তিনি। অভিযোগ, বাসস্টপে অপেক্ষা করার সময় এক মদ্যপ যুবক আচমকাই হাজির হয়। তাঁকে ক্রমাগত কুপ্রস্তাব দিতে থাকে ওই যুবক। এমনকী নানারকম অশ্লীল ইঙ্গিত করতে থাকে সে। যৌনমিলনের ইচ্ছাও প্রকাশ করে সে। তরুণী ওই যুবকের কথাবার্তা ভিডিও করেন। তবে ভিডিও করে কোনও লাভ হবে না বলেও হুমকি দেয় অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: NRS-এর প্রাক্তন ডেপুটি সুপারের গাড়িতে লাগানো অবসরপ্রাপ্ত সেনা অফিসারের ফলক ছিঁড়ল দুষ্কৃতীরা]

এরপর তরুণীর প্রেমিক ঘটনাস্থলে এসে পৌঁছন। তিনি ওই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। হাতাহাতিও হয়। তারই মাঝে প্রেমিকের সামনে ওই মদ্যপ যুবক অশালীনভাবে তরুণীর শরীর স্পর্শ করে বলেও অভিযোগ। এমনকী ধারাল অস্ত্র দিয়ে তরুণী ও তাঁর প্রেমিককে ভয় দেখানোও হয়। উল্টোডাঙা ট্রাফিক পুলিশকে (Police) গোটা ঘটনাটি জানান তাঁরা। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয় বলেও দাবি তরুণীর। তারপর কোনওক্রমে অ্যাপ ক্যাবে চড়ে রাত দশটা নাগাদ ঘটনাস্থল ছাড়েন তিনি।

এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। সোশ্যাল মিডিয়ায় (Social media) ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তারপর লেকটাউন থানায় ঘটনার অভিযোগ অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত শ্লীলতাহানির ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: ক্ষমতার হস্তান্তর, নিজের চেয়ার সঙ্গে নিয়েই অফিস বদলালেন রাজীব সিনহা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement