Advertisement
Advertisement
BIHAR

সম্পর্কে চিড় ধরতেই প্রেমিকার অশ্লীল ছবি সোশাল মিডিয়ায়! বিহার থেকে গ্রেপ্তার যুবক

বিয়ে বাড়িতে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল ওই তরুণ-তরুণী।

Man arrested after releasing girlfriend's images after break up | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 10, 2023 9:19 am
  • Updated:November 10, 2023 9:19 am  

অর্ণব আইচ: সম্পর্কে চিড়। তার জেরেই কলকাতার বান্ধবীর অশ্লীল ছবি তুলে সোশ‌্যাল মিডিয়ায় আপলোড করে ব্ল‌্যাকমেল। কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিহার থেকে লালবাজারের হাতে গ্রেপ্তার যুবক।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ওয়াসিম খান। গত বছর এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে বিহারে গিয়েছিলেন ওই কলেজ ছাত্রী। পাটনায় ওই বিয়ের অনুষ্ঠানেই ছাত্রীর সঙ্গে পরিচয় হয় ওয়াসিমের। ওই যুবক পাটনা থেকে দশ কিলোমিটার দূরে একটি গ্রামের বাসিন্দা। সেখানেই ছোট একটি চাকরি করে সে। আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের পর ওই ছাত্রী কলকাতায় ফিরে আসেন। কিন্তু দু’জনের মধ্যে যোগাযোগ ছিল। তার সূত্র ধরে ওয়াসিম কলকাতায় আসে কিছুদিনের জন‌্য। দুজন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করে। দুজন ঘনিষ্ঠও হন। পরে আবার ওই ছাত্রী বিহারে আত্মীয়ের বাড়িতে যান। তখনও ঘনিষ্ঠ হন দুজন। প্রতিবারই যুবক ঘনিষ্ঠমুহূর্তের ছবি তুলে রাখত বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: টিটাগড়ে একের পর এক খুন, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক রাজ চক্রবর্তী]

সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরে। তখনই ছবিগুলি সোশ‌্যাল মিডিয়ায় আপলোড করে দেবে বলে তরুণীকে হুমকি দেয় ওই যুবক। ছাত্রী বিষয়টিকে গুরুত্ব দেননি। এর পরই সে ছাত্রীর নামে একটি ভুয়ো প্রোফাইল খুলে ছাত্রীর অশ্লীল ছবি সোশ‌্যাল মিডিয়ায় আপলোড করে দেয় বলে অভিযোগ। ছাত্রী অন‌্য বন্ধুদের মাধ‌্যমে তা জানতে পেরে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত করে সাইবার থানার আধিকারিকরা জানতে পারেন যে, ভুয়ো প্রোফাইল তৈরি করেছে ছাত্রীরই সেই ‘বন্ধু’টি। তারই ভিত্তিতে সাইবার থানার আধিকারিকরা বিহারে তল্লাশি চালিয়ে ওয়াসিমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে যে মোবাইলের মাধ‌্যমে এই সাইবার অপরাধটি করা হয়, সেটিও উদ্ধার হয়েছে। তাকে জেরা করে আরও তথ‌্য জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: শ্বশুরের কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ার শাস্তি! ভয়ংকর পরিণতি মালদহের বধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement