Advertisement
Advertisement

Breaking News

Kestopur

কেষ্টপুরে স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর! নেপথ্যে দাম্পত্য কলহ?

অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Man allegedly throw acid on his wife in Kestopur | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 27, 2023 5:41 pm
  • Updated:November 27, 2023 5:41 pm  

বিধান নস্কর, দমদম: দাম্পত্য কলহের জের। স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, বাগুইআটি থানার কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা সঞ্জীব দে। তাঁর স্ত্রী মাধু দে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। সেই কারণে প্রায় সাত মাস ধরে বাপের বাড়িতে ছিলেন মাধু। সোমবার দুপুরে স্ত্রীকে বাড়িতে ডেকে পাঠান সঞ্জীব। অভিযোগ, মহিলা যাওয়ার পরই তাঁর মুখে অ্যাসিড ছোঁড়েন সঞ্জীব। স্বাভাবিকভাবেই আর্তনাদ শুরু করেন তিনি। শুনতে পেয়ে ছুটে যান প্রতিবেশীরা।

Advertisement

[আরও পড়ুন: চব্বিশে পাখির চোখ ডায়মন্ড হারবার, অভিষেকের কেন্দ্রে নওশাদের পর আসরে ‘পীরজাদা’ আব্বাস!]

তড়িঘড়ি স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সঞ্জীব দে-কে আটক করে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব। তাঁর দাবি, তিনি স্ত্রীর উপর অ্যাসিড হামলা করেননি। ঘটনাচক্রে অ্যাসিড গায়ে পড়ে গিয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন সঞ্জীব দে নিজেও। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

[আরও পড়ুন: TMC আক্রমণ করলে কামড়ে গালের মাংস তুলে নেওয়ার নিদান! ফের বেফাঁস বিজেপি বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement