Advertisement
Advertisement
Man allegedly kills his wife in Kolkata

বেকারত্বের জ্বালায় অবসাদ নাকি অন্য কিছু, মনোহরপুকুরে স্ত্রীকে খুনের কারণে ধোঁয়াশা

নিজের মেয়েকেও খুনের চেষ্টা করে অভিযুক্ত।

Man allegedly kills his wife in Kolkata । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 31, 2021 9:01 am
  • Updated:October 31, 2021 9:01 am

গোবিন্দ রায়: আর্থিক অনটনে পারিবারিক বিবাদ নাকি অন্য কিছু? মনোহরপুকুর রোডে স্ত্রীকে খুন (Murder) এবং মেয়েকে খুনের চেষ্টার কারণ নিয়ে ধোঁয়াশা। অভিযুক্তকে জেরা করে ঘটনার আসল কারণ জানা সম্ভব হবে বলেই মনে করছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। তাই তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে। এছাড়া ওই পরিবারের পরিচিতদের সঙ্গেও কথা বলছে পুলিশ। 

শুক্রবার সন্ধেয় রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) থানার মনোহরপুকুর রোড এলাকায় পুষ্পক অ্যাপার্টমেন্টের বাসিন্দা বছর আঠারোর আদ্ভিকা বাজাজ ১০০ ডায়ালে ফোন করেন। ফোন পেয়ে অবাক হয়ে যান পুলিশকর্মীরা। কী এমন বলেন ওই তরুণী? তাঁর অভিযোগ, বাবা অরবিন্দ বাজাজ মাকে কুপিয়ে খুন করেছে। বাধা দেওয়ায় তাঁকেও খুন করার চেষ্টা করেছে। তবে প্রাণে বাঁচতে কোনওক্রমে ১০০ ডায়াল করেছেন বলেও জানান তরুণী। ফোন পাওয়ার পর এক মিনিটও সময় নষ্ট করেনি রবীন্দ্রসরোবর থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশকর্মীরা। 

Advertisement

[আরও পড়ুন: অভিষেকের হাত ধরে আজই তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ রাজীব বন্দ্যোপাধ্যায়ের! তুঙ্গে জল্পনা]

মনোহরপুকুর রোডের পুষ্পক অ্যাপার্টমেন্টের ঘরে ঢুকে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় একেবারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বছর পয়তাল্লিশের প্রিয়াঙ্কা বাজাজ। ক্ষতবিক্ষত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছেন তাঁর মেয়ে আদ্ভিকা। ঘটনাস্থলেই রয়েছে সাতচল্লিশ বছর বয়সি অরবিন্দ বাজাজ। প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। আদ্ভিকাকে ভরতি করা হয় এসএসকেএম হাসপাতালে। ডাক্তারি পড়ুয়া আদ্ভিকার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় অরবিন্দ বাজাজকে পাকড়াও করেছে পুলিশ। জানা গিয়েছে, একটি বেসকরি সংস্থায় চাকরি করত অরবিন্দ। তবে বছরদুয়েক ধরে সে বেকার। সে কারণে অরবিন্দ তার শ্বশুরের সঙ্গেও কাজ শুরু করে। কিন্তু সেখানেও তৈরি হয় জটিলতা। তা নিয়েই স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন পারিবারিক অশান্তি চলছিল। সে কারণে স্ত্রীকে খুন করে অরবিন্দ। মেয়ে ওই ঘটনা দেখে ফেলায় তাকেও খুনের চেষ্টা করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবারই স্ত্রীকে কুপিয়ে খুনের পর স্বামীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতার রামগড় এলাকায়। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই একই ঘটনা। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে স্বামী। রবীন্দ্রসরোবর থানার মনোহরপুকুর রোড এলাকার এই ঘটনার রহস্যের জট খোলার চেষ্টায় পুলিশ।  

[আরও পড়ুন: ১ নভেম্বর থেকে আপনার স্মার্টফোনে WhatsApp চলবে তো? জেনে নিন কীভাবে চেক করবেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement