Advertisement
Advertisement

Breaking News

Kolkata Murder

মদ খেয়ে বউ পেটানোর ‘শাস্তি’! শ্বশুরবাড়িতে জামাইয়ের রহস্যমৃত্যু

আনন্দপুর পুলিশের জালে ৫।

Man allegedly killed in law's house in Kolkata

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:December 19, 2023 8:22 pm
  • Updated:December 19, 2023 8:22 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: প্রতিদিন মদ খেয়ে বউ পেটানোর শাস্তি! শ্বশুরবাড়িতে গিয়ে ‘খুন’ জামাই। কাঠগড়ায় স্ত্রী, শ্যালক-সহ শ্বশুরবাড়ির সদস্যরা। খাস কলকাতার এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আলম হোসেন। তিলজলা থানা এলাকার বাসিন্দা। বছর কয়েক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় আনন্দপুর থানা এলাকার জরিবুটি গলির গুড়িয়া বিবির। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে অশান্তি ছিল চরমে। জানা গিয়েছে, আলমের সন্দেহ ছিল অন্য কারও সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্ত্রী। অভিযোগ, প্রতিদিন মদ্যপ অবস্থায় বেধড়ক মারধর করতেন আলম।

Advertisement

[আরও পড়ুন: নিলামে আগুন জ্বালালেন অনামী তারকারা, কারা হলেন রাতারাতি কোটিপতি?]

সম্প্রতি স্বামীর অত্যাচারে তিতিবিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন গুড়িয়া। এর পর স্ত্রীর মান ভাঙিয়ে বাড়ি ফেরাতে শ্বশুরবাড়ি যান আলমও। স্থানীয় সূত্রে খবর, সেখানেও দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। এমনকী, স্ত্রীর গায়ে ফের হাত তোলেন আলম। শ্যালক-সহ শ্বশুরবাড়ির সদস্যরা অশান্তি থামায়। অভিযোগ, এর পর জামাই আলমকে নিয়ে মদ খায় শ্যালক। এর পর নাকি হোসেন আলমকে বেধড়ক মারধর করা হয়। মাটিতে মুখ থুবড়ে পড়ে যান তিনি।

এর পর আলমের বোন রুকসানা খাতুনের কাছে ফোন যায়। জানানো হয়, মদ্যপ অবস্থায় মাটিতে পড়ে গিয়েছেন তাঁর দাদা। রুকসানা এসে আলমকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই পুলিশে অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন মৃতের স্ত্রী গুড়িয়া বিবি, গুড্ডি বিবি, তুন্না বিবি, রোশনি খাতুন এবং দৌলত খান। এফআইআরে এক নাবালকের নামও রয়েছে।

[আরও পড়ুন: আইপিএলের রেকর্ড মূল্যে স্টার্ককে নিল কেকেআর, চড়া দাম পেলেন এই তারকারাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement