Advertisement
Advertisement

যেখানে সেখানে থুতু-পানের পিক ফেলা বন্ধে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

এই অপরাধে দিতে হবে জরিমানাও৷

Mamata's anti-spitting drive
Published by: Sayani Sen
  • Posted:November 20, 2018 5:22 pm
  • Updated:November 20, 2018 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের সৌন্দর্যায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে জনসচেতনার অভাব৷ যেখানে সেখানে থুতু-পানের পিক ফেলছেন অনেকেই৷ সৌন্দর্যায়ন রক্ষায় আরও কঠোর রাজ্য সরকার৷ মঙ্গলবার নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শহর পরিষ্কার রাখতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন তিনি৷ ওই কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ বেশ কয়েকজন আধিকারিক৷

[দক্ষিণেশ্বর স্কাইওয়াকে গুটখার পিক, সমালোচনার ঝড় নেটদুনিয়ায়]

গোটা রাজ্যকে সাজিয়ে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একদিকে যেমন সেজে উঠেছে রাস্তাঘাট, তেমনই আবার পার্কও তৈরি হয়েছে দিকে দিকে৷ সদ্যই রাজ্যের মন্দিরগুলির সৌন্দর্যায়নে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দক্ষিণেশ্বর মন্দিরের সামনে তৈরি হয়েছে রানি রাসমণি স্কাইওয়াক৷ শহরকে সাজিয়ে তোলার উদ্যোগের মাঝেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে থুতু, পানের পিক৷ উদ্বোধনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই স্কাইওয়াক ঢেকে গিয়েছিল নোংরায়৷ এছাড়াও শহরের যেকোনও মেট্রো স্টেশন, রেল স্টেশন, বাসস্টপ, রাস্তাঘাট সর্বত্রই নোংরা হচ্ছে থুতু এবং পানের পিকে৷ জনসচেতনতার অভাবেই দিনের পর দিন এভাবে সব জায়গা অপরিচ্ছন্ন হয়ে যাচ্ছে৷ থুতু-পানের পিকই এখন ভাবনার বিষয় রাজ্য প্রশাসনের৷ এ বিষয়ে সোমবারই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ১২-১৩ কোটি টাকা খরচ করে প্রতি বছর ব্রিজ, উড়ালপুলে রং করানো হয়৷ কিন্তু পানের পিকে সেগুলি নষ্ট হচ্ছে৷ সবচেয়ে চিন্তার বিষয় পানের পিক, থুতুর ফলে আয়ু কমছে সেতু, উড়ালপুলের৷

Advertisement

[রাজ্যে এখন সবাই খেতে পায়, শবর মৃত্যুতে অনাহারের তত্ত্ব খারিজ মুখ্যমন্ত্রীর]

এই পরিস্থিতিতে রাজ্যকে পরিষ্কার রাখতে ‘সেভ গ্রিন, কিপ ক্লিন’ কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার নবান্নে বৈঠকও ডাকেন তিনি৷ বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ আরও অনেকে৷ মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷ ওই কমিটিতে থাকবেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক আমলা৷ সাধারণ মানুষকে শহর পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের জরিমানার বন্দোবস্ত করবেন তাঁরা৷ দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে থুতু-পানের পিক ফেলার জেরে ইতিমধ্যেই অনেকেরই জরিমানা হয়েছিল৷ ঠিক একইভাবে রাস্তা, অফিস, আদালত নোংরা করলেও অভিযুক্তকে দিতে হবে জরিমানা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement