Advertisement
Advertisement

আর্থিক তছরুপে অভিযুক্ত রবার্ট বঢরার সমর্থনে মমতা

আজও বঢরাকে জেরা করবেন গোয়েন্দারা।

Mamata supports Robert Vadra
Published by: Monishankar Choudhury
  • Posted:February 7, 2019 10:28 am
  • Updated:February 7, 2019 10:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরূপে অভিযুক্ত রবার্ট বঢরার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ইডি দপ্তরে হাজিরা দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী, তথা সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা। প্রায় পাঁচ ঘন্টা ধরে তাঁকে জেরা করেন গোয়েন্দারা। বৃহস্পতিবারও ফের ইডি-র জেরার মুখে রবার্ট বঢরা।

[কড়া নজরে পাক সীমান্ত, শিমলা থেকে সেনা প্রশিক্ষণ কেন্দ্র সরছে আম্বালায়]

Advertisement

এই ঘটনাক্রম নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, “রবার্ট বঢরাকে জেরা করার উদ্দেশ্য একটাই- বিরোধীদের জোট গড়তে না দেওয়া।” কেন্দ্রের বিরুদ্ধে কামান দেগে তৃণমূল নেত্রীর আরও অভিযোগ, রাজনৈতিক স্বার্থ পূরণে ইডিকে ব্যবহার করা হচ্ছে। বিরোধী দলনেতাদের অনেককেই নোটিস পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি। তবে এসব পন্থা নিয়ে বিরোধীদের একজোট হওয়া থেকে আটকানো যাবে না বলেই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, গতকাল থেকে রবার্টের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে ইডির জেরা চলেছে। লন্ডনে দুটি বাড়ি, ৬টি ফ্ল্যাট কে কিনেছে? এই প্রশ্নই ইডি করেছে রবার্টকে। ইডির সাতজনের অফিসারদের দল এদিন রবার্টকে জেরা করে। তার মাথায় ছিলেন ডেপুটি ডিরেক্টর রাজীব শর্মা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এমএল শর্মা। আগে থেকেই চল্লিশটি প্রশ্ন তৈরি করে রেখেছিল ইডি। কিন্তু রবার্টকে ইডি জেরা নিয়ে মমতা যেভাবে মুখ খুললেন, তাতে বিরোধী ঐক্য যে একসঙ্গে মোদি বিরোধিতায় লোকসভা ভোটের আগে পথে নামতে চলেছে, তার ইঙ্গিত তৃণমূল নেত্রী এদিন দিয়ে রাখলেন।

উল্লেখ্য, একাধিক কেলেঙ্কারির অভিযোগ থাকলেও এর আগে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দিতে হয়নি গান্ধী পরিবারের জামাতাকে। এই প্রথম কোনও কেন্দ্রীয় এজেন্সি তাঁকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল। গতকাল স্বামী রবার্টকে জামনগর হাউসে ইডি দপ্তর পর্যন্ত পৌঁছে দেন সদ্য রাজনীতিতে প্রবেশ করা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ইডি দপ্তরের দরজা পর্যন্ত স্বামীকে পৌঁছে দিয়ে প্রিয়াঙ্কার সংক্ষিপ্ত বার্তা, “আমি আমার পরিবারের পাশে আছি।”

[স্বামী রবার্টকে ইডি দপ্তরে পৌঁছে দিয়ে পাশে থাকার বার্তা প্রিয়াঙ্কা গান্ধীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement