সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে সাফ জানালেন চাকরিহারারা। পরবর্তীতে কী পদক্ষেপ করবেন, তাও জানিয়ে দিলেন ‘যোগ্য’দের প্রতিনিধি মেহবুব। সুপ্রিম কোর্টে যাবেন বলেই জানালেন তাঁরা। পাশাপাশি এই গোটা প্রক্রিয়া চলাকালীন যোগ্য চাকরিহারাদের দেওয়া যাবে না বরখাস্তের চিঠি। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না, দাবি তাঁদের।
সুপ্রিম কোর্টের কলমের আঁচড়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। তাঁদের বিকল্প দিশা দেখাতে আজ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই নিজেদের অভাব-অভিযোগ জানালেন ‘যোগ্য’ চাকরিহারারা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তাঁরা কী চাইছেন। ‘যোগ্য’দের প্রতিনিধি মেহবুব এদিন বলেন, “আমরা কোনও অপরাধের সঙ্গে যুক্ত নই। তাও দুর্ভাগ্যজনকভাবে আমাদের চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টে আমরা ন্যায়বিচার পেলাম না। ৭ বছর আগে পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়েছি। যিনি সুপ্রিম কোর্টের অর্ডার কপি দিয়েছেন, তিনিও এতবছর পর পরীক্ষা দিলে হয়তো পাশ করতে পারবেন না। তাই দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাই না। আমাদের একইভাবে একইপদে চাকরিতে বহাল রাখতে হবে, এটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন।”
এরপরই তিনি আইনি জটিলতার কথা বলেন, “একবার আমরা কোর্টে খেয়েছি। জানি আইনি জটিলতা অনেক। কিন্তু এখনও দুটো স্তর বাকি। আমরা রিভিউ করতে পারি, করব।” মেহবুব এরপর জানিয়েছেন, তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন। তাঁদের দাবি, রাজ্য সরকার ও নিয়োগকারী সংস্থাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হোক। এরপরই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে অনাস্থা প্রকাশ করে জানান, তাঁরা রিভিউ পিটিশন করবেন, কিন্তু শুনানি করা যাবে না সঞ্জীব খান্নার এজলাসে। এরপরই তাঁর সাফ দাবি, রিভিউ প্রক্রিয়া চলাকালীন চাকরিহারাদের দেওয়া যাবে না বরখাস্তের চিঠি। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.