সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চ থেকেই সরাসরি জানিয়ে দেন, রাজ্য সব ধরনের উৎসব হবেই৷ যে যাই বলুক না কেন, রাজ্যে উৎসব চলবেই৷ বলেন, ‘‘শুধু ভারত নয়, বিশ্বের সংস্কৃতির রাজধানী কলকাতা৷ এখনে যেমন দুর্গাপুজো হবে, কালীপুজো হবে, ছটপুজো হবে, জগদ্ধাত্রী পুজো হবে, তেমনই বড়দিন হবে, ইংরেজি বর্ষবরণও হবে৷’’ সকলকে স্মরণ করিয়ে দেন উৎসব নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা রাজ্য সরকারের নয়া স্লোগান, ‘ধর্ম আমার ধর্ম তোমার, উৎসব সবার৷’ এদিন সমালোচকদের মুখের উপর জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ কেউ বলেন, বাংলায় কেন উৎসব হবে? আমি বলি কেন হবে না? এখনও বলছি, যাদের উৎসব ভাল লাগে না, তারা মানে মানে কেটে পড়ুন৷ কারণ, বিশ্বের সংস্কৃতির রাজধানী কলকাতা৷ এটা মনে রাখতে হবে৷’’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র জগতের মহাতারকাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টলিউডের চলচ্চিত্র শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘কলকাতা চলচ্চিত্র উৎসবকে কান ফেস্টিভ্যালের মতো পর্যায়ে নিয়ে যাওয়া হবে৷ বাংলা ছবি ঠিক সুযোগ পেলে, হলিউডকেও হার মানাবে৷ বাংলার শিল্পীরা দক্ষ ও মেধাবী৷’’
Kolkata: Actors Amitabh Bachchan, Shah Rukh Khan, Waheeda Rehman and Soumitra Chatterjee inaugurate the Kolkata International Film Festival 2018. West Bengal CM Mamata Banerjee also present. pic.twitter.com/5QfvnF6gvA
— ANI (@ANI) November 10, 2018#K
আগামী বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৫ বছরে পড়ছে৷ আরও বড় করে এই উৎসব আয়োজন করা হবে বলে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দায়িত্ব নিতে আর্জি জানান মুখ্যমন্ত্রী৷ এই কাজে রাজ্যের তথ্য ও সাংস্কৃতিক দপ্তর সমস্ত সহযোগিতা করবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ এই কাজে সহযোগিতার জন্য অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের কাছেও আর্জি জানান৷ এদিন হাসি মুখে অমিতাভ বচ্চনকে বলেন, ‘‘অমিতাভজি এই উৎসবে আসতে চাইছেন না৷ কিন্তু, আগামী বছর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান৷ সেখানে অমিতাভজিকে থাকতেই হবে৷ আমি অমিতাভজিকে ছাড়ব না৷ আপনারা না আসলে অনুষ্ঠানের পূর্ণতা পাবে না৷’’ মুখ্যমন্ত্রীর অনুরোধ এবারও ফেলতে পারেননি বিগ বি৷ ঘাড় নেড়ে মুখ্যমন্ত্রীকে সম্মতি জানান তিনি৷
এরপরই শাহরুখের কাছে ‘দিদি-ভাই’-এর সম্পর্ক তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভাই শাহরুখ, আগামী বছরও কিন্তু তোমাকে আসতে হবেই৷ দিদির কথা রাখবে কিন্তু ভাই৷’’ মুখ্যমন্ত্রীর কথা শুনে হাত নেড়ে মমতার অনুরোধ মেনে নেন শাহরুখ৷ তবে, শুধু উৎসবে অংশ নেওয়াই নয়, আগামী বছর শাহরুখকে কিছু অনুষ্ঠান করার আর্জিও জানান তিনি৷ সব শেষে বিজয়া থেকে শুরু করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও দেশ-বিদেশ থেকে আসা সমস্ত দর্শক ও অতিথিদের আরও একবার স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.