Advertisement
Advertisement

দুর্ভোগেও পাশে আছি, ব্যাঙ্কে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আবারও সাধারণ মানুষের সুবিধার্থে প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান৷

Mamata slams Modi for the financial crisis in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 3:22 pm
  • Updated:June 22, 2022 3:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষের সমস্যার জন্য আগেই মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে তুলোধোনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ এবার সাধারণ মানুষের অবস্থা সরজমিনে তদন্ত করে দেখতে পথে নামলেন মুখ্যমন্ত্রী৷ শনিবার কলকাতার একাধিক ব্যাঙ্কে আচমকাই হাজির হন মুখ্যমন্ত্রী৷ ব্যাঙ্কের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষারত সাধারণ মানুষের কথাও বলেন৷ পুরনো নোট বাতিল হয়ে যাওয়ায় ঠিক কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা সে বিষয়ে জানতে চান তিনি৷ পাশাপাশি তিনি বলেন, “২০০০ টাকার নোট নিয়ে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন৷ এত বেশি মূল্যের টাকা দোকানিরা নিতে অস্বীকার করছেন৷ এতে মানুষের সমস্যা আরও বাড়ছে৷” স্বভাবতই সাধারণ মানুষের দুর্ভোগ দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ এদিন শরৎ বোস রোড এবং চৌরঙ্গির ব্যাঙ্কগুলিতে মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই উৎসাহিত হয়ে পড়েন সাধারণ মানুষ৷ ব্যাঙ্কের কর্মীরাও মুখ্যমন্ত্রীকে দেখে ব্যাঙ্কের বাইরে বেরিয়ে আসেন৷ মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গেও কথা বলেন৷ মানুষের সুবিধার্থে কীভাবে আরও ভাল পরিষেবা দেওয়া যায় সে কথাই এদিন তিনি ব্যাঙ্ক কর্মীদের বলেন৷

পাশাপাশি, এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের কড়া সমালোচনা করা হয়েছে৷

Advertisement

গত মঙ্গলবার রাত থেকে আচমকা দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছেন তারই সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা আরও বলেছেন কালো টাকা রুখতে দেশে এই সার্জিক্যাল স্ট্রাইক আসলে সাধারণ মানুষকে হেনস্তা করা এবং টাকার কারবারিদের হাতে বাড়তি সুযোগ তুলে দেওয়া৷

গোটা বিষয়টির বিরোধিতা করে এদিন মুখ্যমন্ত্রী আবারও সাধারণ মানুষের সুবিধার্থে প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement