Advertisement
Advertisement

রাজনৈতিক ফাঁসে রাজ্যের নামবদল, কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী

অবিলম্বে রাজ্যের নামবদলের প্রস্তাব অনুমোদনের দাবি৷

Mamata slams BJP on name change
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 14, 2018 2:45 pm
  • Updated:November 14, 2018 2:50 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজনৈতিক স্বার্থপূরণের জন্য যা খুশি করছে৷ নিজেদের ইচ্ছামতো নাম বদল করছে বিজেপি৷ নাম বদল বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আরও বক্তব্য, ‘মুম্বই, ওড়িশার নাম বদল হলে এ রাজ্যের নয় কেন? বিধানসভা অধিবেশনেই নাম বদলের সিদ্ধান্ত হয়েছিল৷ তাহলে কেন বিলম্ব? কীসের স্বার্থে টালবাহানা চলছে? রাজনৈতিক ফাঁসেই আটকে নাম বদলের প্রক্রিয়া৷ বাংলাকে বঞ্চনার খেলা চলছে৷’ 

[ আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে এবার বিধানসভা অভিযানে রাজ্য বিজেপি]

Advertisement

রাজ্যই হোক কিংবা শহর, স্বাধীন ভারতে নাম বদল নতুন নয়৷ বম্বে এখন মুম্বই আর মাদ্রাজ হয়েছে চেন্নাই৷ উড়িষ্যা নয়, পড়শি রাজ্যের নাম ওড়িশা৷ এমনকী, নাম বদলেছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিরও৷ আগে এই এলাকার নাম ছিল পন্ডিচেরি৷ কিন্তু, মোদি জমানায় যেন দেশের বিভিন্ন জায়গার নামবদলের হিড়িক পড়ে গিয়েছে৷ নিয়মমাফিক প্রথমে নামবদলের প্রস্তাব সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় পাস করাতে হয়, তারপর রাজ্যের তরফে প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে৷ স্বরাষ্ট্রমন্ত্রক যদি প্রস্তাবে সায় দেয়, তাহলে রাজ্য, শহর কিংবা রেলস্টেশনের নাম বদলে যায়৷ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার যত তৎপর হবে, ততই দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে৷ সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সঙ্গে নাম বদলের প্রস্তাব অনুমোদন করেছে মোদি সরকার৷ এক বছরের কম সময়ে পালটে গিয়েছে উত্তরপ্রদেশের এলাহাবাহ, ফৈজাবাদ ও মোঘলসরাই রেল স্টেশনের নাম৷ ঘটনাচক্রে, উত্তরপ্রদেশে আবার বিজেপিরই সরকার৷ তাই নাম বদল নিয়ে এখন দেশজুড়ে বিতর্ক তুঙ্গে৷ কেন্দ্রের বিরুদ্ধে মেরুকরুণের অভিযোগ তুলেছে বিরোধীরা৷ মোদি সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

নিজের ফেসবুকে পেজে নামবদল ইস্যুতে দীর্ঘ বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ’মুম্বই বা ওড়িশার নাম বদল হলে এ রাজ্যের নয় কেন? রাজনৈতিক স্বার্থে যা খুশি করছে৷ নিজেদের ইচ্ছামতো নাম বদল করছে বিজেপি৷ বিধানসভা অধিবেশনেই এ রাজ্যের নাম বদলের সিদ্ধান্ত হয়েছিল৷ তাহলে কেন এত বিলম্ব হচ্ছে? কীসের স্বার্থে টালবাহানা চলছে?’ কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, অবিলম্বে এ রাজ্যের নাম বদলের প্রস্তাব অনুমোদন করতে হবে৷ রাজ্যের নাম বদলে ‘বাংলা’ প্রস্তাব পাস হয়ে গিয়েছে বিধানসভায়৷ নাম বদলের প্রস্তাবকে সমর্থন করেছে বিরোধীরা৷  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নথি-সহ প্রস্তাব পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার৷ কিন্তু, এখনও পর্যন্ত এ বিষয়ে তেমন সক্রিয়তা দেখায়নি কেন্দ্র৷

 

[ গল্প নয়, সত্যি! এক কাপ চা খেলেই মিলবে আইফোন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement