Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েত বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত রাজ্য, মমতার ক্ষোভের মুখে একাধিক মন্ত্রী

দেগঙ্গার ঘটনা নিয়ে ধমক জ্যোতিপ্রিয় মল্লিককে৷

Mamata puts onus on Ministers over Panchayat Violence
Published by: Tanujit Das
  • Posted:August 27, 2018 7:07 pm
  • Updated:August 27, 2018 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় তৈরি হওয়া উত্তেজনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নিজের ক্ষোভ উগড়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ নিজ নিজ এলাকার পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেন রাজ্যের মন্ত্রীদের৷ জানান, কোনও ধরনের উত্তেজনাকে প্রশ্রয় দেওয়া যাবে না৷ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে৷

[আলিপুরদুয়ার নাচকাণ্ডে অসন্তুষ্ট শিক্ষা দপ্তর, জেলার সমস্ত স্কুলকে সতর্কবার্তা]

Advertisement

গত শুক্রবার ত্রিস্তরীয় পঞ্চায়েতের রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট৷ বিরোধীদের হতাশ করে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষেই রায় দেয় দেশের শীর্ষ আদালত৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনগুলিতে পুনর্নির্বাচনের জন্য বিরোধীদের দাবি খারিজ করে দেওয়া হয়৷ যত তাড়াতাড়ি সম্ভব বোর্ড গঠনের নির্দেশও দেওয়া হয়৷ আদালতের নির্দেশ মতো রাজ্যের পঞ্চায়েত গুলিতে বোর্ড গঠনে তৎপর হয় পঞ্চায়েত দপ্তর৷ এরপর থেকেই একের পর এক জেলা থেকে আসতে থাকে শাসক-বিরোধী সংঘর্ষের খবর৷ কোথাও কোথাও শাসকদলের গোষ্ঠী কোন্দলের খবরও প্রকাশ্যে আসে৷

[পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত পুরুলিয়ার জয়পুর, বিজেপি কর্মীর মৃত্যু]

জানা গিয়েছে, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে এই নিয়েই অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যেক মন্ত্রীকে এলাকায় আরও বেশি করে সময় দেওয়ার নির্দেশ দেন তিনি৷ বলেন, গণ্ডগোল বাধালে রং না দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে৷ সূত্রের খবর, শুক্রবার দেগঙ্গার ঘটনা নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও হালকা ধমক দেন মুখ্যমন্ত্রী৷ কেন সেখানে এমন পরিস্থিতি তৈরি হল, সেই বিষয়ে খোঁজ করতে বলেন৷ পাশাপাশি, একই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়তে হয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও৷ দমকল মন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়কে আরও বেশি করে দলের কাজে সময় দেওয়ারও নির্দেশ দেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement