Advertisement
Advertisement

Breaking News

মমতা

নির্বাচনী খরচে দুর্নীতি নিয়ে সরব মমতা! সর্বদল বৈঠকের দাবিতে চিঠি মোদিকে

শহিদ দিবসের মঞ্চ থেকেও নির্বাচনী খরচ নিয়ে বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা।

Mamata Pens a Letter to PM Modi, Draws Attention to Electoral Reforms.
Published by: Soumya Mukherjee
  • Posted:July 25, 2019 6:55 pm
  • Updated:July 25, 2019 7:15 pm  

তরুণকান্তি দাস: কয়েকদিন আগে শহিদ দিবসের মঞ্চ বিষয়টি নিয়ে তোপ দেগেছিলেন। এবার সোজাসুজি প্রধানমন্ত্রীকে নির্বাচনী খরচের বাহুল্য নিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পাঠানো এই চিঠিতে নির্বাচনী সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতি এবং অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার আরজি জানান।এর জন্য সর্বদল বৈঠক ডাকুক কেন্দ্রীয় সরকার, এমনই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতি রুখতে ৬৫টি দেশের মতো নিয়ম চালুর উপরও জোর দেন তিনি।

এপ্রসঙ্গে সেন্টার ফর মিডিয়া স্টাডিজ-এর ‘নির্বাচনী খরচ, ২০১৯’ শীর্ষক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন মমতা। ওই প্রতিবেদনে এবারের লোকসভা নির্বাচনকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে, ২০১৪ সালে যা খরচ হয়েছিল এবার তার দ্বিগুণ। অন্তত ৬০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে। এই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো জানান, অন্তত ৬০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানানো হলেও, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত খরচ হতে পারে তা জানা যায়নি। নির্বাচনী খরচের নিরিখে আমেরিকাকেও টপকে গিয়েছে ভারত। আমেরিকায় প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনের মোট ব্যয় যেখানে ৬.৫ বিলিয়ন ডলার সেখানে ভারতে তার থেকে অনেক বেশি খরচ হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে এই খরচ একলক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও জানা গিয়েছে। এটি খুবই বিপজ্জনক একটি সংকেত। এখন থেকে নির্বাচনী খরচের বিষয়ে রাশ না টানলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।

[আরও পড়ুন: ভূত সেজে বাড়িতে ঢুকে মোবাইল ও টাকা নিয়ে চম্পট, ৪০ মিনিটে ধরা পড়ল চোর]

এপ্রসঙ্গে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিসট্যান্টস-এর তরফে প্রকাশিত প্রতিবেদনের কথাও উল্লেখ করেন তিনি। ওই প্রতিবেদন অনুযায়ী, ৬৫টি দেশে রাজনৈতিক দলগুলি সোজাসুজি জনগণের থেকে আর্থিক অনুদান সংগ্রহ করে। আর ৭৫টি দেশ পরোক্ষভাবে এই অনুদান সংগ্রহ করে। ভারতেও এই ধরনের নিয়ম চালু করে নির্বাচনী খরচের দুর্নীতি রোধ করতে হবে বলে দাবি করেন মমতা। তাঁর কথায়, এটি করতে হবে সর্বদলীয় বৈঠকে আলোচনার মাধ্যমে। তাই আমি আপনাকে অনুরোধ করব একটি সর্বদলীয় বৈঠক ডেকে আর্থিক দুর্নীতি রোধে ব্যবস্থা নিন। দেশে স্বচ্ছ ও দুনীর্তিমুক্ত নির্বাচন করতে এই ধরনের সংস্কার অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।

[আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতনবৃদ্ধির ঘোষণা, অনশন প্রত্যাহারের আরজি শিক্ষামন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement